।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে জনসংযোগের কাজে জোরদার প্রস্তুতি দেখতে পাওয়া গিয়েছে প্রত্যেক দলেরই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাতে কোনোরকম খামতি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নতুন বছরের শুরু থেকেই একের পর এক জেলা সফর সারছেন। সোমবার তিনি বিকেলে এসে পৌঁছান বীরভূমে (Birbhum)। মঙ্গলবার অর্থাৎ আজ সেখান থেকে তাঁর মালদহে একটি প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
খবর অনুযায়ী, মালদহের (Malda) এই প্রশাসনিক অনুষ্ঠান থেকে তিনি একাধিক প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন। এই দিন তিনি মালদাবাসীকে সব মিলিয়ে প্রায় ১ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্প উপহারস্বরূপ দিতে চলেছেন, এমনটাই বলা হচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিকেও বিশেষ গুরুত্ব দিতে চাইছেন তিনি। উত্তরবঙ্গের মালদার এই সভায় এদিন তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য উপভোক্তাদের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।
মালদার সভা শেষ করে আবারও তিনি বুধবার বোলপুরের ডাকবাংলো (Dakbanglo) মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন । সেখান থেকে বৃহস্পতিবার তাঁর যাওয়ার কথা রয়েছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায়। সবমিলিয়ে গত সোমবার থেকে চার দিনের জেলা সফরের লম্বা কর্মসূচি নিয়ে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোমবার বোলপুরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী দেখা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে। বিগত কয়েকদিন ধরেই বারবার জমি বিতর্ক ঘিরে সংবাদ শিরোনামে উঠে আসছেন অধ্যাপক সেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ । এই মতো পরিস্থিতিতে অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যথেষ্ট নজর কাড়ে মানুষের।
তথ্যসূত্র: নিউজ ১৮ বাংলা
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম