।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জোর কদমে প্রচার অভিযান চালানো হচ্ছে। কোন রকম কমতি যাতে না থাকে তার সবরকম প্রচেষ্টা চলছে। আর এবার ২০২৩ সালে প্রথমবার বীরভূম (Birbhum) জেলা সফরে যেতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সোমবার থেকে চারদিন কলকাতার বাইরেই কাটাবেন বলে জানা গিয়েছে। সোমবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসবের উদ্বোধন শেষে হেলিকপ্টারে করে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোমবার বিকেলের দিকেই বইমেলা উদ্বোধন সেরে বোলপুর (Bolpur) সরকার ডাঙ্গা হেলিপ্যাডে এসে পৌঁছাবেন তিনি। আগামীকাল রাতটা মুখ্যমন্ত্রী বোলপুর এই কাটাবেন। মঙ্গলবার তিনি বোলপুর থেকে রওনা দেবেন মালদার উদ্দেশ্যে। হেলিকপ্টারে করে মালদাতে (Malda) এসে উপস্থিত হবেন এবং যোগ দেবেন একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া থেকে শুরু করে দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও মালদা জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন তিনি নিজের হাতে। মঙ্গলবারের এই পূর্ব পরিকল্পিত কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী আবারও বোলপুরে ফিরে আসবেন। কারণ বুধবার ডাকবাংলো মাঠে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল জেলবন্দী। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ওয়াকিবহাল মহল। বীরভূম ছাড়াও অন্যান্য জায়গায় একাধিক কর্মসূচি থাকলেও এবারের জেলা সফরের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে বীরভূম।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ বৃদ্ধিতে মনোনিবেশ করেছে তৃণমূল কংগ্রেস। নতুন বছরের শুরুতেই একাধিক জেলা সফরের কথা জানানো হয়েছিল। প্রথম গন্তব্য হিসেবে মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন মুর্শিদাবাদকে (Murshidabad)। সেখানে সাগরদীঘিতে প্রশাসনিক বৈঠকসহ জনসভা করেন তিনি। আর এবার তিনি যেতে চলেছেন বীরভূমে। জানা গিয়েছে, ফেব্রুয়ারিতে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলাতেও আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম