।। প্রথম কলকাতা ।।
Neem leaves For Chicken Pox: শীত বিদায় নিতেই বাতাসে বইতে থাকে বসন্তের গন্ধ। বসন্ত সুন্দর এবং মনোরম আবহাওয়াকেই ইঙ্গিত করেন। কিন্তু এই বসন্তে শরীরের বাসা বাঁধে একাধিক রোগ-বালাই। আসলে হাড় কাঁপানো শীত আর ত্বক জ্বালিয়ে দেওয়া গ্রীষ্মের দাবদাহের মাঝের সময়টাই হল বসন্ত। অর্থাৎ ঋতু পরিবর্তনের (Season Change) এই সময় যদি শরীর কোন কারণে দুর্বল থাকে তাহলে খুব সহজেই চিকেন পক্স বা জলবসন্তের মতো রোগ মানুষকে অসুস্থ করে তুলতে পারে। আবার চিকেন পক্স (Chicken Pox) নিয়ে আমাদের দেশে মানুষের মধ্যে নানান ধরনের কুসংস্কার রয়েছে। কিন্তু সব সময় কুসংস্কার এর বদলে বিজ্ঞান আর চিকিৎসাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
কেউ যদি চিকেন পক্সে আক্রান্ত হন তাহলে যতটা সম্ভব শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এতে কিছুটা আরাম পাওয়া যায়। এর জন্য স্নান করা অবশ্যই জরুরী। কিন্তু তাই বলে অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করা যাবে না। কারণ চিকেন পক্সের লক্ষণ গুলির মধ্যে অন্যতম একটি হল বারবার জ্বর আসা। তাই যখনই স্নান করা হোক না কেন, জল নয় রোদে রেখে গরম করে নিতে হবে নচেৎ কিছুটা জল গরম করে নিতে হবে আগুনে। আর অবশ্যই মনে করে স্নানের জল গরম করার আগে মিশিয়ে দিতে হবে নিম পাতা বা নিম পাতার গুঁড়ো (Neem Water)।
চিকেন পক্স সারাতে কীভাবে সাহায্য করে নিম স্নান ?
স্নান করার জল গরম করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে নিমপাতা বা নিম পাতার গুঁড়ো (Neem Powder)। এতে আরও বেশি ব্যাকটেরিয়ার সংক্রমণ কমবে। নিমের মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আন্টি ফাঙ্গাল উপাদান । যা ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। এছাড়াও রোগী যদি প্রতিদিন নিম দিয়ে তৈরি বড়ি অথবা নিমগুঁড়োর সঙ্গে অল্প মধু মিশিয়ে খেতে পারেন তাহলে তা অত্যন্ত উপকারী। সপ্তাহে দুই থেকে তিন দিন রোজ ১০ থেকে ১৫ মিলিলিটার নিমের রস পান করা গেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
এই সময় বিশেষত অনেক বাড়িতেই নিম বেগুন ভাজা হয়। তার পেছনেও একটা নির্দিষ্ট কারণ রয়েছে। মনে করা হয় তেতো স্বাদের যেকোনো খাবার এই সময় খেলে বসন্ত রোগ, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি ধারে কাছে আসতে পারে না। তাই আয়ুর্বেদিক বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন সপ্তাহে অন্তত দুদিন সাত থেকে আটটি নিমপাতা চিবিয়ে খাবার। ত্বকের সমস্যা প্রতিরোধ করা , রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, জ্বর সর্দি কাশি কমিয়ে ফেলার জন্য নিম পাতার একাধিক উপাদান মানবদেহে দারুন ভাবে কাজ করে। আর নিমের জলে স্নান করলে দ্রুত বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমনটাই বলে থাকেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম