।। প্রথম কলকাতা ।।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সংস্করণ ইতিহাসের সাক্ষী হতে চলেছে। মেগা টুর্নামেন্টের ১০০০তম ম্যাচের সাক্ষী হবে ভক্তরা। ৬ মে শনিবার ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই এবং মুম্বাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুটি দল। কোটিপতি লিগে চেন্নাই সুপার কিংস চারটি শিরোপা ঘরে তুলেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি শিরোপা জিতেছে।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ৩১ মার্চ আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অভিযানে নামবে। অন্যদিকে ২ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে।
৩১ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত লিগ পর্বে ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে আইপিএলের সময়সূচী ঘোষণা করে বিসিসিআই। ২০২২ সালের ডিসেম্বরে আইপিএলের নিলাম আয়োজিত হয়। ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানকে ১৮.৫ কোটি টাকায় দলে নেয় পাঞ্জাব কিংস। তিনিই এবারের আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়।