।। প্রথম কলকাতা ।।
Room care:পুরনোকে সরিয়ে নতুন বছরে নতুন করে সেজে উঠুন আপনি। শারীরিক ও মানসিক দিক দিয়ে একটা অনুভূতি পেতে সুন্দর করে সাজিয়ে ফেলুন নিজের শোয়ার ঘরটিকেও। এজন্য প্রচুর খরচের দরকার নেই। রইল তেমনই কিছু টিপস, যা দিয়ে সুন্দর করে আপনি সাজিয়ে ফেলতে পারবেন নিজের শোয়ার ঘরকে।
শোয়ার ঘর। দিনে-রাতের বিশ্রামের সময়টুকু আপনাকে এখানেই কাটাতে হয়। ভাল বিছানা (Bed) না হলে পর্যাপ্ত ঘুমও ভালভাবে হয় না। তাই বিছানা, কম্বল ও বালিশের ক্ষেত্রে অরগ্যানিক তুলোই ব্যবহার করুন। এটা একদিকে যেমন পরিবেশ বান্ধব, তেমনই আপনাকে এনে দেবে সেই কাঙ্ক্ষিত আরামদায়ক ঘুম।
হাতে বানানো প্রাকৃতিক জিনিস দিয়ে ঘর সাজান। যত কম প্লাস্টিক (plastic) ব্যবহার করা যায়, বা যদি একেবারেই প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকা যায় ততই ভাল পরিবেশের জন্য। তাছাড়া প্লাস্টিক শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করে। তাই শোয়ার ঘরে প্লাস্টিকের তৈরি জিনিস না রেখে হ্যান্ডমেড জুটের জিনিসই রাখুন। এতে পরিবেশের সঙ্গে সঙ্গে আপনি নিজেও ভাল থাকবেন।
দরজার রেইন-ডিয়ার ও ঘণ্টা নিজের হাতেই বানিয়ে নিতে পারেন টিস্যু দিয়ে। যেটা দরজার হাতলে ঝোলানোর কাজে ব্যবহার করা যেতে পারে।
ছোট্ট করে স্ক্র্যাপ ফিতে দিয়ে বানিয়ে ফেলুন রঙিন ফুল (Flower)গাছ। আর সেটা যাতে ভাল থাকে তার জন্য পাট দিয়ে টবও বানিয়ে নিতে পারেন। বিছানার পাশে রাখুন। সৌন্দর্য বাড়বে অনেকটাই।
বাড়িতে থাকা পুরনো জিনিস দিয়ে বানিয়ে ফেলুন ঘরসাজানোর সামগ্রী। পুরোনো সিডি, খেলনা (Toy) দিয়েই সেরে ফেলতে পারেন নিউ ইয়ারের অভিনব ডেকোরেশন।
সাধারণ লাইট, টুনি ব্যবহার করার থেকে আপনি বেছে নিতে পারেন এলইডি আলো। এলইডি অনেক বেশি পরিবেশ-বান্ধব ও আপনার টাকারও সাশ্রয় করে। কারণ অন্যান্য উজ্জ্বল বাল্বের তুলনায় ৭৫ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহৃত হয় এলইডি আলোর ক্ষেত্রে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম