।। প্রথম কলকাতা ।।
ICC: বিসিসিআই-র আবেদনে মত বদল আইসিসির। সোমবার, ২৭ মার্চ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্টের ইন্দোরের (Indor) পিচকে খারাপ রেটিং দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। কেটে নেওয়া হয়েছিল ৩ পয়েন্ট। এরপর বিসিসিআই (BCCI) পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করে আইসিসির কাছে। বিসিসিআই-র আবেদনের পরেই মত পাল্টাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইন্দোরের পিচকে ‘নিম্ন এভারেজ’ রেটিং দিল আইসিসি।
ম্যাচ রেফারি ক্রিস ব্রড কন্ডিশনের তীক্ষ্ণ মূল্যায়ন করার পর ইন্দোরের পিচকে খারাপ ঘোষণা করে আইসিসি। এরপরই বিসিসিআই হোলকার ক্রিকেট স্টেডিয়ামের পিচের জন্য রেটিংয়ের বিরুদ্ধে আপিল করেছিল। আইসিসি পিচ মনিটরিং প্রক্রিয়া অনুসারে প্রতিটি ম্যাচের শেষে পিচ রেট করে এবং ভারতীয় পিচগুলি অতীতেও তাদের স্পিন-বান্ধব প্রকৃতির কারণে রাডারের অধীনে ছিল। ইন্দোরে তৃতীয় টেস্টের প্রথম দিনে ১৪টি উইকেট পড়েছিল এবং সেই টেস্টে নেওয়া ৩১ উইকেটের মধ্যে ২৬টিই স্পিনারদের হাতে গিয়েছিল।
টেস্ট ম্যাচটি মাত্র ২দিন এবং একটি সেশনেই শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়া ম্যাচটি ৯ উইকেটে জয় পায়। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতে তাদের সর্বশেষ সফরে এটি ছিল অস্ট্রেলিয়ার একমাত্র জয়। প্রথম দুটি ম্যাচে নাগপুর এবং নয়াদিল্লিতে যে পিচগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলিওস্পিনারদের সহায়তা করেছিল। তবে, তারা আন্তর্জাতিক সংস্থার গভর্নিং বডি থেকে একটি ‘গড়’ রেটিং পেয়েছে।
আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র হওয়ায় ভারত বর্ডার-গাভাস্কার ট্রফি ২-১ ব্যবধানে জয় পায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটি প্রথম ৩ টেস্টের জন্য যে পিচ ছিল তার সম্পূর্ণ বিপরীত ছিল কারণ ড্র টেস্টে ব্যাটাররা বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছিল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম