।। প্রথম কলকাতা ।।
Chandrayaan-3: এ যেন ছোটখাট সাইজের চন্দ্রযান ৩, ৯০ কেজি ওজনের মহাকাশযান দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে এই চন্দ্রযানের কৃতিত্ব নেই ISRO-র। দুর্গাপুরের এক সাধারণ মিষ্টির দোকানও বানিয়ে ফেলেছে মহাকাশযান। আসলে এটি চন্দ্রযান-৩ -র আদলে ক্ষীর দিয়ে মিষ্টি ইসরোর সফল অভিযানের পর সেই মিষ্টিএখন সুপারহিট। বানানো হয়েছিল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। সফট ল্যান্ডিং হতেই এত বিখ্যাত হয়ে উঠবে এই মিষ্টি কে জানত! দূর দূরান্ত থেকে অনেকেই গাড়ি করে আসছেন দুর্গাপুরের এই মিষ্টির দোকানে। কেউ কিনতে চান! কেউ আবার ছবি তুলছেন ৯০ কেজি ওজনের ক্ষীরের চন্দ্রযান দিয়ে কী হবে জানেন? ভারতের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েয় অনেকেই অনেককিছু করছেন।কিন্তু দুর্গাপুরের এই মিষ্টি বিক্রেতা সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন।
ক্ষীরের তৈরি চন্দ্রযানের উপর রয়েছে সাদা চকোলেট এই মিষ্টি তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৪৫ হাজার টাকা বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে এসে এই মিষ্টি দেখছেন মানুষ। অনেকে নিলাম করতে বলেছেন, কেউ পুজোর মণ্ডপের সামনে একে রাখতে বলেছেন। ১৫ দিন ধরে ওই ক্ষীরের চন্দ্রযান বানানো হয়েছে। তবে ২৩ অগাস্টের পর থেকে ব্যাপক ভিড় জমেছে ক্ষীরের ওই চন্দ্রযান দেখতে। মানুষ গিয়ে ছবি তুলছেন, এমনকী সেলফি পর্যন্ত তুলছেন ক্ষীরের চন্দ্রযানের সঙ্গে। অনেকে কিনতেও চাইছেন। চন্দ্রযান মিষ্টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হোয়াইট চকোলেট যেন আরও জেল্লা বাড়িয়ে দিয়েছে এই অভিনব ভাবনা কেন? জানালেন মিষ্টি ব্যবসায়ী দেবাশিস ঘোষ।
চন্দ্রযানের সাফল্যের মিষ্টি খবরের প্রভাব পড়েছে মিষ্টিতেও। নিজের দোকানের সামনে ওই চন্দ্রযানটি রেখেছেন মিষ্টি ব্যবসায়ী। মহাকাশযান ওড়ার সময় যেভাবে ধোঁয়া বের হয়, মিষ্টির দোকানে কাউন্টডাউনের মাধ্যমে তেমন ব্যবস্থাও রাখা হয়েছে। চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান ৩। বিক্রম চাঁদে পা রাখতেই দেশজুড়ে ইসরোর জয়জয়কার। ২৩ অগাস্ট, ২০২৩। ভারতের ইতিহাসে এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবীর বাঘা বাঘা দেশ যা করে দেখাতে পারেনি, তাই করে দেখাল আমাদের দেশ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করে দেখাল। চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছিল, কিন্তু চন্দ্রযান-৩ ইতিহাস সৃষ্টি করল। একই সঙ্গে আরও এক রেকর্ড করল সে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম