।। প্রথম কলকাতা ।।
Chanchal Chowdhury: ভালোবাসা দিবসে সবাই যাঁর যাঁর মতন করে নিজেদের দিনটি সেলিব্রেট করেছেন। কেউ নিজের কাছের মানুষটিকে এই বিশেষ দিনে সঙ্গে পেয়েছেন। কেউ বা হয়তো দূরে থাকা মানুষটিকে মনে করে এই দিনটি কাটিয়ে ফেলেছেন। এই প্রেম দিবসে আপনি যাঁকে সবথেকে বেশি ভালোবাসেন, তাঁকেই কাছে পেতে চান। তাঁর বা তাঁদের সঙ্গে গোটা দিনটা পালন করতে চান। তবে যদি সেই মানুষটি বা মানুষগুলো কাছে না থাকে, তাঁদেরকে মনে করেও বা তাঁদেরকে উৎসর্গ করেও দিনটি পালন করা যায়। ঠিক যেরকম ভাবে ভালোবাসা দিবসে এক অন্য ভালোবাসার গল্প বলেছেন ওপার বাংলার (Dhallywood Industry) জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। দুই বাংলাতেই জনপ্রিয় তিনি। এপার-ওপার দুই ইন্ডাস্ট্রিতেই তাঁর পরিচিতি রয়েছে।
নিজের ফেসবুকে বাবা-মার একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ওখানেও বসন্ত ছিলো, লাল সবুজের রঙীন সময় ছিল। মায়ের কপালের লাল সিঁদুর মুছে দিয়ে বসন্ত বয়ে যায় তপ্ত দিনে। বসন্ত তাঁদেরও ছিল। হায় বসন্ত!!!’ তার পরই তিনি লিখেছেন, ‘ভালোবাসার বসন্তে সকল বাবা-মা ভালো থাকুন। ভালো থাক সকল সন্তান’। এদিন তাঁর পোস্টে বয়ে গিয়েছে মন্তব্যের বন্যা। সকল ভক্তরাই তাঁর পোস্টে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কেউ লেখেন, ‘ভালো থাকুক ভালো লাগা মানুষগুলো’। কেউ আবার বলেছেন, ‘লেখাটাতে যেমন আপনার অনুভবের প্রকাশ ঘটেছে, তেমনই আপনার বাবার সঙ্গে যে আন্তরিকতা তা গভীরভাবে প্রকাশ পেয়েছে’। সকলেই তাঁর কথাকে সমর্থন জানিয়েছেন।
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন চঞ্চল বাবু। তারপর থেকেই একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা। মাঝেমধ্যেই বাবাকে মনে করে ছবি পোস্ট করে থাকেন তিনি। কখনও লেখেন, বাবা চলে যাওয়ার পর থেকে তাঁর ছোটবেলার কথাই বেশি মনে পড়ে। বাবার সঙ্গে কাটানো সেই ভালো লাগা মুহূর্তগুলোই তাঁর কাছে এখন সবথেকে বেশি গুরুত্ব পায়। আগামীতে মৃণাল সেনের চরিত্রে ধরা দেবেন অভিনেতা। প্রকাশ পেয়েছে ছবিতে তাঁর লুক। যা নেট মাধ্যমে ভাইরাল হতে হইচই পড়ে যায়। এদিন প্রেম দিবসে বাবা-মাকে উদ্দেশ্য করে তাঁর লেখা ভালোবাসায় ভরিয়েছেন নেট নাগরিকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম