।। প্রথম কলকাতা ।।
Weather update: ফের একবার সামান্য রাতের তাপমাত্রা। সোমবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবার পর মঙ্গলবার আবার কিছুটা কমলো শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবারের পর ফের শীতের (Winter) দাপট শুরু হবে।
মঙ্গলবার সকালে সামান্য কুয়াশা দেখা গিয়েছে শহরের আকাশে । আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। তাপমাত্রা সামান্য হলেও কমে গিয়েছে। আপাতত শীতের আমেজ ফিরবে চলতি সপ্তাহের শেষে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
রাজ্যে ফের বৃষ্টির (Rain) পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামীকাল দিন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শেষেই বড় দিন। তার আগে ফের শীতের আমেজ ফেরার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গে একাধিক অংশে বিশেষত দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকতার নিচে থাকায় শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রি বা তার নিচে নামতে পারে তাপমাত্রা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম