।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার, ৯ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। টেস্ট সিরিজ ফাইনালের টসের আগে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। দুই দেশের মধ্যে সম্পর্কের ৭৫ বছর উদযাপন করলেন।
A special welcome & special handshakes! 👏
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese meet #TeamIndia & Australia respectively. @narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS pic.twitter.com/kFZsEO1H12
— BCCI (@BCCI) March 9, 2023
টসের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং দুই দলের অধিনায়কের সঙ্গে মিনি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোহিত শর্মাকে নতুন টেস্ট ক্যাপ উপহার দিয়েছেন এবং প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ স্টিভ স্মিথকে বিশেষ ব্যাগি গ্রিন উপহার দিয়েছেন। যার পরে ভারতীয় প্রধানমন্ত্রী তাদের সকলকে হাত উঁচিয়ে ফটোগ্রাফারদের জন্য পোজ দেওয়ার আহ্বান জানান।
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji presents the special cap to #TeamIndia captain @ImRo45 while The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese presents the cap to Australia captain Steve Smith.@narendramodi | @PMOIndia | #INDvAUS pic.twitter.com/8RH70LOx0v
— BCCI (@BCCI) March 9, 2023
উল্লেখযোগ্যভাবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রীর একটি ফ্রেমযুক্ত আর্টওয়ার্ক মোদিকে উপহার দেন। অন্যদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি একটি ফ্রেমযুক্ত আর্টওয়ার্ক অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে উপহার দেন।
Mr. Roger Binny, President, BCCI presents framed artwork representing 75 years of friendship through cricket to Honourable Prime Minister of Australia Mr. Anthony Albanese#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/Qm1dokNRPY
— BCCI (@BCCI) March 9, 2023
অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে বিসিসিআই জানায়, “বিসিসিআই-এর সেক্রেটারি জনাব জয় শাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ফ্রেমবন্দি শিল্পকর্ম উপহার দিয়েছেন, ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার সাথে বন্ধুত্বের ৭৫ বছর উদযাপন করছেন।”
Mr. Jay Shah, Honorary Secretary, BCCI, presents framed artwork to Honourable Prime Minister of India, Shri Narendra Modiji, celebrating 75 years of friendship with Australia through cricket. @narendramodi | @PMOIndia | @JayShah | #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/nmDJwq2Yer
— BCCI (@BCCI) March 9, 2023
টস হওয়ার পরে জাতীয় সঙ্গীত চলাকালীন প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী অ্যান্টনিও দুটি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা সমস্ত ভারতীয় খেলোয়াড়দের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অন্যদিকে অজি অধিনায়ক স্টিভ স্মিথ প্রধানমন্ত্রী অ্যান্টনির সঙ্গেও একই কাজ করেন।
Incredible moments 👏👏
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and the Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese take a lap of honour at the Narendra Modi Stadium in Ahmedabad@narendramodi | @PMOIndia | #TeamIndia | #INDvAUS | @GCAMotera pic.twitter.com/OqvNFzG9MD
— BCCI (@BCCI) March 9, 2023
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। অপরিবর্তিত দল নিয়েই চতুর্থ টেস্টে লড়াইয়ে নামে অস্ট্রেলিয়া দল। অন্যদিকে অন্যদিকে, ভারত মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়েছে এবং চতুর্থ টেস্টের জন্য তাদের একমাত্র পরিবর্তন হিসাবে মহম্মদ শামিকে একাদশে ফিরিয়ে এনেছে।