।। প্রথম কলকাতা ।।
Dream Astrology: ঘুমের দেশে বিচরণ করার সময় সময় আমাদের চোখের সামনে যে বিভিন্ন ধরনের ছবিগুলি ভেসে ওঠে সেগুলি নিয়ে মানুষের কৌতূহল বরাবরের। সহজ কথায় বলতে গেলে খোলা চোখে স্বপ্ন দেখার বিষয়টি যে কোন মানুষের নিয়ন্ত্রণ থাকতে পারে। কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার ক্ষেত্রে মানুষের কোন নিয়ন্ত্রণ নেই। এই কারণে স্বপ্নে নেতিবাচক কিছু দেখলে অনেক সময় ঘাবড়ে যায় মানুষ। তেমনই স্বপ্নশাস্ত্র (Dream Astrology) মতে যদি কোন ব্যক্তি বিড়াল (Cat) নিজের স্বপ্নে দেখেন তাহলে অনেক সময় আঁতকে ওঠেন। বেশিরভাগ মানুষেরই ধারণা স্বপ্নে বিড়াল দেখা অশুভ কিছুর সংকেত।
তবে স্বপ্নশাস্ত্র মতে, এমনটা কিন্তু সব সময় হয় না। অনেক সময় স্বপ্নে বিড়াল দেখলে তার নেপথ্যে কিছু ইতিবাচক ইঙ্গিত থাকে। যেমন ধরুন স্বপ্নে যদি দেখতে পান কোন একটি বিড়াল মুখে করে এক জায়গা থেকে কোন জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সেই জায়গা যদি আপনার চেনা কিংবা আপনার বাড়ি হয় সেখানে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিংবা কোন নির্দিষ্ট জিনিস চোখের আড়ালে চলে যেতে পারে। আবার অনেক সময় স্বপ্নে দেখা যায় কেউ বিড়াল তাড়িয়ে দিচ্ছেন কিংবা বিড়ালকে মারছেন। সে ক্ষেত্রে শত্রুর উপর জয়লাভ করার ইঙ্গিত মেলে।
স্বপ্নে যদি দেখা যায় কোন বিড়াল আপনার সাথে যুদ্ধরত কিংবা আপনি বিড়ালকে ভয় দেখিয়েছেন আর সে জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য পুরনো রোগের হাত থেকে এবার মুক্তি পেতে চলেছেন। আবার কিছু কিছু স্বপ্ন এমন রয়েছে যেগুলি অশুভ ইঙ্গিত বয়ে আনে। স্বপ্নে যদি দেখা যায় বিড়াল আপনাকে আচড়ে দিয়েছে কিংবা কামড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে এবার কোন দুরারোগ্য ব্যাধি কাবু করতে চলেছে আপনাকে।
বিড়াল আপনার ঘরে দুধ খাচ্ছে এমন কোন ছবি ঘুমের মধ্যে চোখের সামনে ফুটে উঠে তাহলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। এছাড়াও পরিবারের এমন কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে যা আপনাকে চিন্তাগ্রস্থ করে তুলবে। স্বপ্নে যদি কখনও সোনালী রঙের বিড়াল দেখতে পাওয়া যায় তাহলে স্বাস্থ্যের অবনতি নিশ্চিত। শুধু স্বপ্নে নয়, এমনকি বাস্তবেও আমাদের সামনে দিয়ে যদি কোন বিড়াল রাস্তা পেরিয়ে যায় তাহলে তাকে বাধা হিসেবে মনে করা হয় । এছাড়াও কালো বিড়ালকে খুব একটা শুভদৃষ্টিতে দেখেন না অধিকাংশ মানুষ। স্বপ্নে কালো বিড়ালের উপস্থিতি অশুভ বলেই ধরে নেওয়া হয়। এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য কেবলমাত্র সাধারণ জ্ঞানের জন্য। স্বপ্নশাস্ত্র সম্পর্কে আরও বিশদে জানতে অবশ্যই বিশেষজ্ঞ কোন ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম