।। প্রথম কলকাতা ।।
Alka Yagnik: বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক। আচমকাই হারিয়ে ফেলেছেন শ্রবণশক্তি। হঠাৎ করেই কিছু শুনতে পাচ্ছেননা জনপ্রিয় গায়িকা। গান কি আর গাইতে পারবেন? কোন রোগের খপ্পরে পড়লেন অলকা? সেই রোগে আর কী হয়? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সবটাই। ভক্তরা তো বিশ্বাসই করতে পারছেনা। অসুস্থ অলকা, পাশে দাঁড়ালেন সোনু নিগম।
নব্বইয়ের দশকের মেলোডি কুইন তিনি। অলকা ইয়াগনিকের গান মানেই সুপারহিট। আজও শ্রোতাদের কানে বাজে তার সুর। আর এবার সেই খ্যাতনামা শিল্পীর জীবনেই নেমে এসেছে ঘোর বিপর্যয়। মারাত্মক জটিল রোগে আক্রান্ত তিনি। এখন তো শুনতেই পাচ্ছেননা গায়িকা। এক বিরল রোগ কেড়ে নিয়েছে তার শ্রবণ শক্তি। কী সেই রোগ? হঠাৎ এমন কেন হল গায়িকার?
বিষয়টা কিন্তু সত্যিই শকিং। আকস্মিক এমন শ্রবণশক্তি হারানোর ঘটনা বিরলও বটে। আর সেই বিরল রোগে ভুগছেন অলকা ইয়াগনিক। এইদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন অসুস্থতার কথা। জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগেই বিমান থেকে নামার পর আচমকাই আর কানে শুনতে পাচ্ছিলেন না। এমনিতে বিমানে উঠলে অনেকেরই কান বন্ধ হয়ে যায়। তবে তা আবার ঠিকও হয়ে যায়। তবে কিছুই শুনতে পাচ্ছিলেন না গায়িকা।
তবে প্রশ্ন হচ্ছে আচমকা এমনটা হল কেন? ব্যাপারটা অবাক করার মতোই। তবে শোনা যাচ্ছে, একটি বিরল স্নায়ুর রোগে ভুগছেন অলকা ইয়াগনিক। আর সেই রোগের জেরেই শ্রবণশক্তি অনেকটাই কমে গেছে তার। আর এবার কমতে কমতে সবটাই শেষ। শোনা যাচ্ছে, বিষয়টার সাথে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন গায়িকা। তবে বিষয়টা কি এতটাই সহজ? ঘটনা শুনে অনুরাগীরাও হতবাক।
এই পোস্টের মাধ্যমে ভক্তদের জন্যেও বিশেষ সতর্কবার্তা জারি করেছেন অলকা। গায়িকার কথায়, জোরে মিউজিক শোনা বা অতিরিক্ত হেডফোন ব্যবহার করা একেবারেই উচিত নয়। গায়িকা চাননা পেশাগত কারণে তিনি যে সমস্যা ভোগ করেছেন তা অন্য কেউ করুক। আচ্ছা আপনিও কি দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করছেন? বা আপনার পরিচিত কেউ করছে? তাহলে নিজেও সাবধান হোন আর সাবধান করুন প্রিয়জনদেরও।
এদিকে অলকার কথা শুনে দুঃখ প্রকাশ করেছেন সোনু নিগমও। অলকার পোস্টের নিচে গায়ক লেখেন, ‘আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’ সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্তরাও।
বিশেষজ্ঞরা বলছেন, অলকা এমন এক রোগে ভুগছেন যাতে সেন্সরিনিউরাল নার্ভ হিয়ারিং লস হয়। এতে মস্তিকে শব্দের সিগন্যাল পৌঁছায় না। যে কারণে শোনার ক্ষমতা হারিয়ে ফেলে মানুষ। নানা কারণে এই রোগ হতে পারে। তীব্র আওয়াজ, জিনগত অসুস্থতা, মাদকের প্রভাব, পারিবারিক সূত্রে, নানা কারণে এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তবে রোগের চিকিৎসাও কিন্তু রয়েছে। চিকিৎসকরা বলছেন, এমন সমস্যা হলে অবিলম্বে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। অলকাও কিন্তু হাল ছেড়ে দেননি। গায়িকা বিশ্বাস করেন, তিনি খুব শীঘ্রই তার অনুরাগীদের কাছে ফিরবেন। আবারও কানে শুনবেন তিনি। আর সেই বিশ্বাস রয়েছে আমাদেরও। আমাদেরও প্রার্থনা গায়িকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম