।। প্রথম কলকাতা ।।
Household Tips: আপনার যাবতীয় ক্লান্তি দূর করতে পারে আপনার স্নানঘর। সেই বাথরুমে ঢুকে যদি দুর্গন্ধ পান তাহলে মেজাজটাই খারাপ হয়ে যায়। বাড়িতে অতিথি এলেও অস্বস্তিতে পড়তে হয়। আপনি বলবেন অনেক চেষ্টা করেও সেই দুর্গন্ধ দূর করা যাচ্ছে না। এজন্য দরকার সঠিক পদ্ধতি। কোন উপায়ে বাথরুমের দুর্গন্ধ দূর করবেন?
মনে রাখবেন বাথরুম থেকে দুর্গন্ধ বের হওয়ার অনেক কারণ রয়েছে। অনেকে শ্যাম্পু ব্যবহার করার পর তার পাতা বাথরুমেই ফেলে দেন। আবার অনেকে ঠিক করে টয়লেটের ফ্লাশ ব্যবহার করেন না। তখন তো দুর্গন্ধ ছড়াবেই। তার ওপর এই বর্ষাকালে বাথরুমে দুর্গন্ধ বেশি হয়। আসুন দেখে নেওয়া যাক কী থেকে বাথরুমে দুর্গন্ধ হয়।
অনেকেই বাথরুমে ভেজা গামছা বা তোয়ালে রাখেন। তা থেকে গোটা বাথরুম দুর্গন্ধ ছড়াতে পারে। অনেক সময় বর্জ্য পদার্থ কমোড পাইপে আটকে যায়। সেক্ষেত্রেও বাথরুমে দুর্গন্ধ হতে পারে। আবার বাথরুম যদি নিয়মিত ভালো করে পরিষ্কার না করা হয় তার থেকে দুর্গন্ধ হতে পারে। দুর্গন্ধ দূর করতে বাথরুম নিয়মিত পরিষ্কার করুন।বাথরুমের মেঝেতে জল জমতে দেবেন না। এতে বাথরুমের ফ্লোরের ক্ষতি হয়। পিছল হতে পারে। তখন বাথরুমে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তাছাড়া বাথরুমের ফ্লোরেও জলের দাগ হয়ে যেতে পারে।
ওয়াইপার দিয়ে জল টেনে নিন। বাথরুমের তাক পরিষ্কার রাখুন সব সময়। কমোড বা টয়লেট সিট পরিষ্কার করুন। বাথরুমে একটি ডাস্টবিনের ব্যবস্থা করতে পারেন। সেই ডাস্টবিনের আবর্জনা নিয়মিত পরিষ্কার করুন। বাথরুমের ব্যবহৃত অন্যান্য সামগ্রীও পরিষ্কার রাখুন। বাথরুম অপরিষ্কার থাকলে সেখানে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বাথরুমে সুগন্ধীর ব্যবস্থা রাখুন। বাজারে অনেক রুম ফ্রেশনর কিনতে পাওয়া যায়। তা আপনি সবসময়ই বাথরুমে ব্যবহার করতে পারেন। তাতে বাথরুম সুগন্ধময় থাকবে। এছাড়াও এয়ার ফ্রেশনরের ব্যবহার করতে পারেন।
একটি বোতল নিন। তাতে পছন্দের এসেনশিয়াল অয়েল নিন। তাতে পর্যাপ্ত জন মিশিয়ে নিন। তা বাথরুমে প্রয়োজনমত স্প্রে কর দেখবেন বাথরুম থাকবে সুগন্ধময়।বাথরুমের টাইলসে জলের দাগ পড়ে গেলে তা পরিষ্কার করতে কালঘাম ছুটে যায়। এই সময়ে আপনি বেকিং সোডা, ভিনিগারকে কাজে লাগাতে পারেন। বেকিং সোডার সাহায্যে বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। বাথরুমের কল থেকে জলের দাগ তুলতেও বেকিং সোডাকে কাজে লাগাতে পারেন। এছাড়াও বাথরুমে দুর্গন্ধ দূর করার জন্য এই বেকিং সোডা খুবই কাজে আসে।
সেজন্য আপনি একটি পাত্রে বেকিং সোডা নিন। সেটি বাথরুমের এক কোণায় রেখে দিন। জানলার তাকে রাখতে পারেন। বাথরুমের গন্ধ শুষে নিতে খুবই কাজে আসবে এই বেকিং সোডা। বাতাস চলাচলের জন্য বাথরুমে একটা এগজস্ট ফ্যানের ব্যবস্থা করুন। এতে বাথরুমের দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে। একটা বড় বাটিতে জল নিয়ে তাতে কফি বিন দিন। এবার এটাকে বাথরুমে রেখে দিন। এটাও বাথরুমের দুর্গন্ধ দূর করতে অনেকটাই সাহায্য করবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম