।। প্রথম কলকাতা ।।
Cancer Risk in Fish Market: আপনি কি নিয়মিত মাছের বাজারে যান?।দেখে শুনে মাছ কিনতে গিয়ে কী বিপদ ডেকে আনছেন জানেন! মাছের বাজারে গেলে ক্যানসার হতে পারে। অবাক হচ্ছেন?কেন এমনটা বলছি! ভাবছেন এও আবার হয় নাকি? হ্যাঁ এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নানা ধরণের মাছ বাজারে সাজানো থাকে । কখনও হাতে ধরে দেখছেন মাছটা ঠিক আছে তো! তাই আপনার বিপদ ডেকে আনতে পারে। মারণ রোগে জীবন শেষ হতে পারে। যা দেখে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। আসলে কী হতে পারে জানুন।।
মাছের বাজারগুলি নোংরা পরিবেশের হয়ে থাকে। পরিষ্কায় জায়গায় থাকলেও বাজার বসলে সেখানে নোংরা হয়ে যায়। তা পরিষ্কার হয় না দিনের পর দিন। পরেরদিন আবারও ওই জায়গাতেই বাজার বসে। এভাবেই বিপদ ডেকে আনছেন বহু মাছ বিক্রেতা।।রাস্তার ড্রেনের ধার থেকে খাল পাড় কিংবা
নদীর পাড়ে একেবারে পরিত্যক্ত জায়গাতে মাছের বাজার বসে।বা রাস্তায় ধুলোর মধ্যে। যার ফলে মাছির মতো ভয়ানক পতঙ্গ দিন-রাত ঘুরে বেড়ায়। তা তোয়াক্কা না করেই মাছ বিক্রি চলছে দিনের পর দিন। বিশেষজ্ঞরা বলছেন মশা কিংবা মাছের পায়ের মাধ্যমে ভারী পদার্থ থেকে আরম্ভ করে নানা প্রকারের টক্সিন মাছের ওপর ছড়িয়ে পড়ে। যা অতি ভয়ানক,বিষের সমান। শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। যা আপনার শরীরে গেলে ক্যানসারও হতে পারে। এক সংবাদমাধ্যমে এমন তথ্যই দাবি করছেন বিশেষজ্ঞরা।
গবেষকদের কথায়, মাছি যখন গোটা কিংবা কাটা মাছের ওপর বসে। তখন সেই মাছি থেকে ইকুলাই এবং কলিফর্ম নামে দুটি ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে।যার ফলে কলেরা, ডায়ারিয়ার মত রোগের সংক্রমণ ঘটে।।মাছের ওপর মাছি বসলে তার পায়ে ড্রেন থেকে।অনেক সময় ভারী মেটাল এবং আফলা টক্সিনের মত ভয়ঙ্কর টক্সিন মাছে মিশে যেতে পারে।।এছাড়াও যে সমস্ত জীবাণু বসে, তার যে মল সেই টক্সিন ১০০° সেন্টিগ্রেডে নষ্ট হয় না। যার ফলে ক্যানসারের মতো কঠিন অন্যান্য রোগের সম্ভাবনা থেকে যায়।।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছের দোকানদাররা মাছি তাড়াতে ব্যস্ত হয়।কিন্তু সময়ের কাজ সময়ে করা হয় না।।আর তাতেই মুশকিল। এই বিষয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও।
https://www.facebook.com/100082942485331/posts/413601108081302/?mibextid=NTRm0r7WZyOdZZsz
থলে হাতে বাজার গিয়ে তা ভরিয়ে ফেলতে সময় লাগে না মোটেই। এই মরশুমে খেতে যেমন ভাল লাগে তেমনই ভাল লাগে বাজার করতে। কিন্তু বাজার করতে গিয়ে আবার সতর্ক হওয়াও জরুরি। অজান্তে পছন্দের মাছ তুলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো? তাই মাছের বাজারে গেলে বাড়ি এসে ভালো করে স্নান করুন । হাত পা ধুয়ে নিন। নাহলে মারণরোগের থাবা যে কোনওদিন কেড়ে নিতে পারে প্রাণ। এমনটাই সাবধান করে বলছেন বিশেষজ্ঞরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম