।। প্রথম কলকাতা ।।
India Canada Military Power: ভারতের কাছে কানাডা তো নস্যি। ঘায়েল করা বায়ে হাত কা খেল। দুর্ধর্ষ মিলিটারি পাওয়ার। ভারত নাকি কানাডা, কোন দেশ বেশি পাওয়ারফুল? মোদীর ভরসা ইন্ডিয়ান আর্মি, ট্রুডোর ভরসা কারা? স্বাধীনতার পর থেকেই শক্তি বৃদ্ধিতে ভারতের গ্রাফ ঊর্ধ্বমুখী। লড়তে এলে বড় ভুল করবে কানাডা। ভারতকে টেক্কা দেওয়া কি এতই সহজ? ভারতের মিলিটারি পাওয়ার শুনলে জানলে থরথর করে কাঁপবে কানাডা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২০২৩ এর রিপোর্ট অনুযায়ী, সামরিক শক্তির দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আর, কানাডার স্থান ২৭ নম্বরে।খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যা নিয়ে যখন ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে। তখন, দুই দেশের শক্তি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। কোন দেশের শক্তি বেশি?এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
যেখানে তথ্য বলছে, ২০২৩-২৪ সময়ে সামরিক খাতে ভারতের বরাদ্দ ৭২.৬ বিলিয়ন ডলার। আর কানাডার ৩৬.৭ বিলিয়ন ডলার। বলা যায় ভারতের অর্ধেক। এমনকি ম্যানপাওয়ারের দিক থেকেও এগিয়ে ভারত। ইন্ডিয়ান আর্মি ১১.৪ লক্ষ, আর কানাডার ৪৬৫০০। ইন্ডিয়ান এয়ার ফোর্সে দেড় লাখ, সেখানে কানাডার মাত্র ১৫০০০। ইন্ডিয়ান নেভিতে ৭২০০০, আর কানাডার ১৩৫০০।
এবার দেখা যাক ভারত নাকি কানাডা, কোন দেশ কি পরিমান খতরনাক অস্ত্রের মালিক? ভারতের হাতে মোট এয়ারক্রাফট এর সংখ্যা ১৫০০, সেখানে কানাডার ৪০০।ভারতের হাতে আছে ৫৫০ টি ফাইটার জেট, কানাডার ৬০ টি। যুদ্ধ জাহাজ ও সাবমেরিন ভারতের হাতে রয়েছে ১৫০ টি, কানাডার হাতে ৪০ টি।
ভারতের জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ সামরিক পরিষেবার জন্য উপযুক্ত। প্রতিবছর ২ কোটি ৩৬ লক্ষ ২৩ হাজার ৮৩৭ জন ভারতীয় প্রতি বছর আর্মিতে যোগ দেওয়ার যোগ্যতা রাখে। দেশে সামরিক বাহিনীর আনুমানিক সংখ্যা ৫১ লক্ষ ৩২ হাজার। এর মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার সামরিক কর্মী, ১১ লক্ষ ৫৫ হাজার রিজার্ভ কর্মী। ভারতে আধা-সামরিক বাহিনীর শক্তি ২৫ লক্ষ ২৭ হাজার।
আর কানাডা? কানাডা ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। জনসংখ্যার মাত্র ৩৫ শতাংশ মানুষ সামরিক বাহিনীর অংশ নেওয়ার যোগ্য। এখানে প্রতিবছর ৪ লক্ষ ২০ হাজার ৫৫৯ সেনাবাহিনীতে যোগদানের যোগ্য হয়। কানাডায় মোট সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৯৪ হাজার ৫০০ জন, এর মধ্যে ৭০ হাজার সক্রিয় কর্মী, ১৯ হাজার রিজার্ভ কর্মী। ৫,৫০০ আধা-সামরিক কর্মী মোদ্দা কথা, কানাডা সবদিক থেকেই ভারতের থেকে পিছিয়ে। আর প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা পজিশনে রয়েছে কানাডা যেখান থেকে ভারতকে ধরে ফেলাও সোজা কথা নয়। বর্তমানে বিশ্বের প্রায় সবকটি দেশই Military Strength বাড়াতে তৎপর। বলা যায়, কোন দেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী, সে ব্যাপারে ভিতরে-ভিতরে প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। সেখানে ভারত যে পজিশনে দাঁড়িয়ে আছে, তার জায়গায় কানাডা কিছুই নয়। তাই, ভারতের সঙ্গে কানাডার তুলনা চলেনা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম