।। প্রথম কলকাতা।।
Meyebela: কথায় বলে, মেয়েরাই নাকি মেয়েদের সবথেকে বড় শত্রু। একজন মেয়ে নাকি কখনও, একটি মেয়ের ভালো চাইতে পারে না। যদিও সমস্তটাই শোনা কথা। তবে এবার এই মেয়েদের সম্পর্কের সমীকরণ নিয়ে আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। আর এই ধারাবাহিকের দরুন বহু বছর পর ফের টিভির পর্দায় দেখা যাবে রূপা গাঙ্গুলীকে (Roopa Ganguly)। রাজনীতির ময়দানে নানা তর্ক-বিতর্কের জেরে সংবাদপত্রের শিরোনামে প্রায় উঠে এসেছে তাঁর নাম। তবে এবার রাজনীতির দায়-দায়িত্বকে পাশে রেখে পুরনো ভূমিকায় ধরা দেবেন রূপা।
টলিপাড়া ফের প্রমাণ করল যে, ইন্ডাস্ট্রিতে রাজনীতির কোনও জায়গা নেই। কে বামপন্থী, কে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেন বা কে প্রধানমন্ত্রীর আদর্শ অনুসরণ করেন, তা অভিনয়ে কাজ করার জন্য জরুরী নয়। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’র প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে এক ছাদের তলায় হাজির বহু চরিত্র। রূপা গাঙ্গুলির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বীকৃতি মজুমদার, চিত্রা সেনকে।
প্রোমো দেখে বোঝা গিয়েছে, বিয়ের পর একান্নবর্তী পরিবারের হাল ধরেছেন রূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্র। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম বিথীকা মিত্র। পরিবার সামলাতে গিয়ে নিজের সখ-আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন তিনি। নিজের জীবন ঠিকঠাকভাবে কাঁটানোর সময় নেই তাঁর কাছে। এদিকে ব্যাগ-পত্র গুছিয়ে বর ঘুরে বেড়াচ্ছেন বাইরে বাইরে। স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা তাঁর এক ফোটাও মাথায় আসেনা। কিন্তু তাঁর বক্তব্য, ‘মায়ের শরীর খারাপের মাঝে তুমি বেড়াতে যাওয়ার কথা ভাবছো কী করে? ছিঃ!’ সংসার করতে হলে মানিয়ে নিতে হয় শুধু মেয়েদেরই! রূপা গাঙ্গুলীর শাশুড়ির ভূমিকায় রয়েছেন চিত্রা সেন (Chitra Sen)। অপরদিকে অভিনেত্রীর বৌমার চরিত্রে দেখা যাবে স্বীকৃতিকে (Swikriti Majumder)।
নিজের সাংসারিক জীবন থেকে তিতি-বিরক্ত হয়ে ছেলের বউর সঙ্গেও ঠিকঠাক ভাবে কথা বলে না বিথীকা। উল্টে বউ ভালোবেসে চা দিতে এলে সে বলে, আদিখ্যেতা দেখাচ্ছে। যদিও হাল ছাড়তে নারাজ স্বীকৃতির চরিত্র। সে নিজের শাশুড়ি সহ বাড়ির মেয়েদেরকে নিয়ে ঘুরতে যেতে চায় দার্জিলিং। কিন্তু তাতে বিথীকা জানায়, মিত্র বাড়ির শাশুড়ি-বউরা একসঙ্গে কখনও বেড়াতে যায়নি। এবার কী করে শাশুড়ির মন জিতবে স্বীকৃতির চরিত্র? বা কীভাবে এক হবে মিত্র বাড়ির মেয়ে-বউরা? তাই নিয়েই ধারাবাহিক। সুরিন্দর ফিল্মস (Surinder Films) প্রোডাকশনের এই সিরিয়ালে রূপা গাঙ্গুলীর কামব্যাক। ধারাবাহিকের প্রোমো দেখে উচ্ছ্বসিত ভক্তকূল। কেউ লিখেছেন, ‘বেশ ভালো প্রোমোটা। দয়া করে নষ্ট করে দেবেন না মাঝপথ থেকে সিরিয়ালটা’। কারোর বক্তব্য, ‘স্ক্রিপ্ট যদি এই স্টোরি লাইন রাখে, খুবই ভালো হয়’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম