।। প্রথম কলকাতা।।
Chiken Pox: বসন্ত এলেই মাথায় ঘোরাফেরা করে অনেক কিছু। শীতের ঠিক শেষ আর গরমের ঠিক শুরু। এই মাঝে যদি একটু অসাবধান হয় মানুষ, তাহলে হতে পারে যে কোনও কিছু। জল বসন্তের কথা সকলেরই জানা। এই রোগের সঙ্গে বাংলার মানুষের পরিচয় আজকের নয়, বহুদিনের। এই রোগকে কেন্দ্র করে অনেকের অনেক রকমের ধারণা রয়েছে। কারোর ধারণা, এই রোগে একবারের বেশি মানুষ আক্রান্ত হতে পারে। কারোর আবার বক্তব্য, জীবনে একবারই এই রোগ আসে শরীরে। কিন্তু সঠিক কারোর কাছে এই নিয়ে কোনও তথ্য নেই। এটি একটি ভাইরাস জনিত রোগ। ভেরিসেল্লা জোস্টার (Varicella Zoster) নামক ভাইরাসের জন্য এই রোগ হয়ে থাকে। এর থেকে সুস্থ হয়ে উঠলেও, মানুষের শরীরে একটা বিচ্ছিরি দাগ রেখে যায়। যা সারা জীবন তাঁকে বয়ে চলতে হয়। তাই বসন্ত এলেই এই রোগ যেন শরীরে বাসা না বাঁধে, তারই কামনা করে থাকেন মানুষরা। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে। শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এই রোগ দেখা দেয়। প্রথমে পিঠ থেকে শুরু করে ধীরে ধীরে সারা শরীরে এটি ছড়িয়ে পড়ে। তাই এই ভাইরাস যাতে কোনোভাবেই শরীরে প্রবেশ করতে না পারে, তার খেয়াল অবশ্যই রাখতে হবে। কিন্তু যদি এই রোগ শরীরে বাসা বাঁধে, তাহলে অন্যকে এই রোগের থেকে কীভাবে দূরে সরিয়ে রাখতে হবে?
এই রোগ যেহেতু ছোঁয়াচে, তাই যাঁর হবে তাঁর সঙ্গে এক ঘরে থাকা একেবারেই যাবে না। যাতে গুটি থেকে বের হওয়া রস কোনোভাবেই অন্যের সংস্পর্শে না আসে সেদিকে নজর রাখতে হবে। কারণ গুটি থেকে বের হওয়া রস লাগলে সেখান থেকে হতে পারে এই রোগ। পাশাপাশি রোগীর জামা-কাপড়ের থেকেও দূরে থাকতে হবে। সেখান থেকেও এই রোগ ছড়ায়। পুরোপুরি এই রোগ থেকে সুস্থ হতে সময় লাগে দিন দশেকের মত। তারপরও সাবধানতা বজায় রাখতে হয়। কারণ সেই সময় শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, তাই নিজের খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হয়। কিন্তু এখন প্রশ্ন, এই রোগ কি ঘুরে আবার দ্বিতীয়বার আসতে পারে? যদি কারোর একবার ‘চিকেন পক্স’ (Chicken Pox) বা ‘জল বসন্ত’ হয়ে থাকে, তাহলে কি ফের আবার সে আক্রান্ত হতে পারে?
চিকিৎসকদের দাবি, মোটেই না। একবার এই রোগ হয়ে গেলে, ফের আবার হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু শরীরে এই ভাইরাস একবার এলে শরীর এতটাই দুর্বল করে দেয় যে, মানুষ ঘন ঘন অসুস্থ হতে থাকে। বলতে গেলে মানুষের শরীরকে অসুস্থ করে তুলতে পারে। আবার অনেকের ক্ষেত্রে এই রোগ সারা জীবনে কখনও নাও হতে পারে। অনেকের ক্ষেত্রে শরীরে পক্স বিরোধী অ্যান্টিবডি থাকায়, ‘চিকেন পক্স’ হয় না। মূলত এই রোগে তখনই জটিলতা হতে পারে, যখন শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সাধারণত দু’একটি গুটি না বের হওয়া পর্যন্ত এটি বোঝা যায় না। তবে চিকিৎসকদের কথায়, বছরের যে কোনও সময়তেই এই রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। শুধু বসন্তকালেই হবে এমন নয়। বছরের প্রথম ছ’মাস এই রোগ হওয়ার আশঙ্কা একটু বেশি থাকে, কারণ আবহাওয়ার পরিবর্তন। তাই আবহাওয়ার পরিবর্তনের সময় ‘চিকেন পক্স’-এর কথা অবশ্যই মাথায় রাখতে হবে।