।। প্রথম কলকাতা ।।
Namita Thapar: টেলিভিশনের জনপ্রিয় একটি শো শার্ক ট্যাঙ্ক (Shark Tank)। ২০২২-এ সারা দেশে জনপ্রিয়তা পেয়েছে এটি। উল্লেখ্য, দেশের বিভিন্ন উদ্যোক্তারা তাঁদের ব্যবসার নানা আইডিয়া নিয়ে এখানে আসেন। অন্যদিকে এখানে শার্ক হিসেবে থাকেন প্রতিষ্ঠিত সফল স্টার্ট আপ সংস্থাগুলির প্রধানরা। উদ্যোক্তারা মূলত এই মঞ্চে দাঁড়িয়ে ফান্ডের জন্য আবেদন করেন। আর সেখানে তাঁদের আইডিয়ায় শার্করা আকৃষ্ট হলে, তবেই তাঁরা কিছু ইক্যুইটি শেয়ারের বিনিময়ে তাঁদের ব্যবসায় বিনিয়োগ করেন। সম্প্রতি শার্ক ট্যাঙ্কের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।যেখানে মজার ছলে নমিতা থাপারের (Namita Thapar) বলা কথা বেশি হাইলাইটেড হয়েছে অর্থাৎ নজরে এসেছে।
‘শার্ক ট্যাঙ্কের সিজন ২’ আসার পর থেকেই নেট দুনিয়ায় ট্রেন্ড করছেন তিনি। কিন্তু এসবের মাঝে এ কী কথা বলে ফেললেন! এদিনের পর্বে দেখা গিয়েছে মঞ্চে হাজির হয় ভাই-বোন জুটি, নাম অভয় শর্মা ও স্মৃতিকা শর্মা। তাঁদের ব্র্যান্ডের নাম স্মার্ট স্টিক গার্ডিয়ান। তাঁরা মূলত অ্যাডভেঞ্চার সেফটি গ্যাজেট তৈরি করে। বন্যপ্রাণীদের মুখোমুখি হলে এই গ্যাজেটটি সাহায্য করবে। তাঁদের গ্যাজেট কোনও ক্ষতি না করেই প্রাণীদের সামান্য শক দিতে পারে। ব্যবসায় দু’জনেই ৫১ লাখ টাকা চান ১ শতাংশ ইক্যুইটির জন্য। আর এসবের মাঝে মজা করে নমিতা জিজ্ঞেস করেন, এই জিনিসটার কেউ অপব্যবহার করতে পারে কি নিজের স্বামী বা অন্য কারোর উপর? তাঁর এই প্রশ্ন শুনে সবাই যখন হেসেছেন, তখন অমিত জৈন তাঁকে ‘হাজব্যান্ড-বিটার’ বলেছেন। পাশাপাশি অনুপম মিত্তাল বলে ওঠেন, ‘ন্যাশনাল টেলিভিশনে কেন এইসব কথা! ঘরের কথা ঘরেই রাখা হোক’।
আর নমিতার এই কথার পরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নমিতা এবং অমিত জুটিকে ১০ শতাংশ ইক্যুইটির জন্য ৫১ লাখ টাকার চুক্তির প্রস্তাব দেন। অনুপম, পিযূষ, আমন ভাই-বোন জুটিকে ১২ শতাংশ ইক্যুইটির পরিবর্তে ৫১ লাখ টাকা অফার দেন। পরিবর্তে তাঁরা ২ শতাংশ ইক্যুইটির জন্য ৫১ লাখ টাকা বলেন। শেষমেশ ৬ শতাংশ ইক্যুইটির পরিবর্তে ৫১ লাখ টাকায় পিযূষ এবং অনুপমের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু এদিন নমিতা যে কথাটি বলেছেন, সেই মুহূর্তটুকু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম