।। প্রথম কলকাতা ।।
বৃহস্পতিবার আল-জানুব স্টেডিয়ামে ‘গ্রুপ জি’ ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে পরাজিত করল সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন ব্রিল এম্বোলো। নিজের জন্মভূমির বিরুদ্ধেই গোল করে উচ্ছ্বাসের বদলে স্তব্ধ হয়ে যান এম্বোলো। ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে সমানে টক্কর দিয়ে গেলো ক্যামেরুন। সুইৎজারল্যান্ড বল দখলে ৫১ শতাংশ আধিপত্য বজায় রাখলেও ক্যামেরুন বল দখলে ৪৯ শতাংশ আধিপত্য বিস্তার করে।
খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। তবে সুইৎজারল্যান্ড শুরুতে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে বক্সের শান্ত ও কম্পোজড ফিনিশিং দিয়ে ক্যামেরুনের রক্ষণ ভেঙে দেয় এম্বোলো। ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের নাগরিকত্ব পেলেও ১৯৯৭ সালে ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে জন্ম এম্বোলোর। বাবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এম্বোলোর মা তাঁকে নিয়ে ফ্রান্সে পাড়ি দেন। এরপর সেখান থেকে সুইৎজারল্যান্ড। আর সেখানেই ফুটবল নিয়ে চর্চার শুরু। গোটা ম্যাচে এম্বোলোর গোলটি ছাড়া সুইৎজারল্যান্ড-ক্যামেরুন ম্যাচে বলার মতো ঘটনা খুবই কম। বেশির ভাগ সময় দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলেছে।