।। প্রথম কলকাতা ।।
Railway Waiting List: পুজোয় জনশূন্য হয়ে যাবে কলকাতা! শ্রীভূমি বা সন্তোষ মিত্র স্কোয়ার, টালা পার্ক প্রত্যয়, বাগবাজারের ঠাকুর দেখার কেউ নেই! পুজো মণ্ডপ ধূ ধূ ফাঁকা প্যান্ডেলে প্যান্ডেলে থাকবে না কোনও ভিড় এমনটাই আশঙ্কা করছে ভারতীয় রেল। আপনি নিশ্চয় অবাক হচ্ছেন! এসব আবার কী বলছি একেবারে ভিডিওতে পূর্ব রেলের সিপিআরও যা বলে দিলেন শুনলে চমকে যাবেন বইকি।কলকাতায় হচ্ছেটা কী! অনেকেই বলেন পুজোয় কলকাতা ছাড়া একটুও ভালো লাগে না। কিন্তু এবছর একদম নাকি উল্টো! তিলোত্তমার বাঙালির ঘুরতে যাওয়ার এমন হিড়িক দেখে রেলের কর্তাদেরও চোখ কপালে ওঠার জোগাড়।
১৯ অক্টোবর থেকেই কলকাতা থেকে ছাড়ার ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট। ২১ তারিখ পর্যন্ত কোন ট্রেনের টিকিট নেই। বিপর্যয় সামলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিমলা, গোটা হিমাচল। অনেকেই ভেবেছিলেন এবার হিমাচলে পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে কিন্তু জানেন কলকাতা থেকে সিমলার টিকিটেই বেশি চাহিদা। কালকা মেলে টু এসিতে আর কোনও বার্থ দিতে পারবে না বলে জানিয়েছে পূর্ব রেল। থার্ড এসিতে ৩০০-র বেশি ওয়েটিং লিস্ট ২০ অক্টোবর কালকা মেলের স্লিপারে ৪০০-র ওপরে ওয়েটিং।
রাজধানী এক্সপ্রেস যে ট্রেনে চড়ার আগে টিকিটের দামের জন্য মানুষ দুবার ভাবত একটা সময় শিয়ালদহ ও হাওড়া থেকে দুইটি রাজধানীর এক্সপ্রেস দিল্লি যায় প্রতিদিন। দুটি ট্রেনেই পুজোর ছুটিতে রেকর্ড ওয়েটিং লিস্ট। শিয়ালদহ-রাজধানীতে ওয়েটিং লিস্ট আড়াশো। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলছেন পুজোয় নাকি বাঙালির মন আর ঘরে থাকতে চাইছে না ঘুরতে যেতেই হবে তাই এবছর টিকিটের এই দশা।
সপ্তমী থেকে দশমী বাঙালির পছন্দের সেরা জায়গা মনে হয় হতে চলেছে দার্জিলিং। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলছেন ২০ তারিখে দার্জিলিং মেলে স্লিপার ক্লাসে ওয়েটিং ৩০০-রও বেশি। পদাতিক এক্সপ্রেস ট্রেনেও তিন দিনে লম্বা ওয়েটিং লিস্ট। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রী সংখ্যা এতদিন কম ছিল কিন্তু পুজোর মরশুমে এই ট্রেনের চাহিদা অবাক করেছে রেল কর্তাদের। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ১৯ অক্টোবর মোট ওয়েটিং ১৪৩। শুধু তাই নয় জেলার বাসিন্দাদের জন্য বিশেষ লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
এবার পুজোয় রেলের টিকিট বিক্রির হিড়িক বলে দিচ্ছে, প্যান্ডেল হপিং-এর থেকে ছুটি কাটানোই বহু বাঙালির মূল আকর্ষণ। শিয়ালদহ বা হাওড়া থেকে দূরপাল্লার যে ট্রেনগুলি ছাড়ছে, তাতে ওয়েটিং লিস্ট ক্রমাগত লম্বা হচ্ছে বলেই জানাচ্ছে রেল। আবার বেড়াতে যাওয়ার টিকিট না মেলায় মন খারাপ অনেকেরই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম