।। প্রথম কলকাতা ।।
Chief Justice Of Calcutta High Court: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বর্তমান প্রধান বিচারপতি পদে রয়েছেন প্রকাশ শ্রীবাস্তব। তবে এবার মার্চের ৩০ তারিখে তাঁর প্রধান বিচারপতি পদের মেয়াদ শেষ হতে চলেছে। সেই জায়গায় নতুন প্রধান বিচারপতি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নাম সুপারিশ করা হয়েছে বিচারপতি টি.এস শিভাগনানাম (T.S Sivangnanam)।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কলেজিয়ামের তরফ থেকে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতেই জানা গিয়েছে প্রধান বিচারপতির শ্রীবাস্তবের বদলে বিচারপতি শিভাগনানামের সম্ভাব্য দায়িত্ব নেওয়ার কথা। শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয় এলাহাবাদ, ছত্রিশগড়, গুজরাট এবং মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতিদের নামও শীর্ষ আদালতের কলেজিয়েমের তরফ থেকে সুপারিশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, এলাহাবাদ হাইকোর্টের জন্য সুপারিশ করা হয়েছে প্রীতিঙ্কর দিবাকরের নাম। ছত্রিশগড় হাইকোর্টের জন্য বিচারপতি রমেশন সিংহ, গুজরাট হাইকোর্টের জন্য বিচারপতি সোনিয়া জি গোকানি এবং মনিপুর হাইকোর্টের জন্য প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছে বিচারপতির ধীরজ সিং ঠাকুরের নাম।
বিচারপতি শিভাগনানামের জন্মভূমি তামিলনাড়ু। তিনি ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২৩ বছর আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। এরপর ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন শিভাগনানাম। তিনি বর্তমানে কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি। তাঁর নিজস্ব মেয়াদ রয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত। তার আগেই ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন টি. এস শিভাগনানাম।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম