।। প্রথম কলকাতা ।।
Sunday Market Price: আগের মতো রবিবারের (Sunday) খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। মূল্য বৃদ্ধির বাজারে হাত পুড়ছে মধ্যবিত্তের। বিশেষ করে যারা দিন আনেন দিন খান, তারা বেশ মুশকিলে পড়েছেন। রবিবার ব্যাগ ভর্তি বাজার করবেন, সেই সাধ থাকলেও সাধ্য নেই। মাছ মাংস থেকে শুরু করে সবজির দাম লাগাম ছাড়া। শীতের (Winter) মোরসুম শেষ হতেই বাজারে কপি না থাকায় অন্যান্য সবজির দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এক কেজি মাটন (Mutton) কিনতে গেলে আপনাকে খরচ করতে হতে পারে ৭০০ থেকে ৭৫০ টাকা। চিকেনের (Chicken) দামও প্রায় ১৯০ থেকে ২২০ টাকা পর্যন্ত কেজি। বড় পাকা রুই কাতলা কিনতে গেলে খরচ করতে হবে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। একটু বড় সাইজের চিংড়ি খেতে গেলে আপনাকে প্রায় ৪০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। মোটামুটি ভাবে রবিবার যদি মাছ মাংস সহ কবজি ডুবিয়ে খেতে চান তাহলে ৫০০ টাকায় ভালো বাজার হবে না। এক্ষেত্রে বাজারের খরচ নির্ভর করবে পরিবারের সদস্য সংখ্যার উপর। সম্প্রতি সবজির দাম আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কলকাতা (Kolkata) এবং কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে খুচরো সবজি বাজারে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি প্রায় ৫০ টাকার কাছে ঘোরাঘুরি করছে। কিছু কিছু সবজির দাম আবার কেজি প্রতি ৭০ থেকে ১০০ টাকা। পাইকারি বাজার এবং খুচরো বাজারের দামের মধ্যে বিস্তর পার্থক্য। এছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চল কিংবা চাষি এলাকার তুলনায় শহরাঞ্চলে সবজির দাম একটু বেশি। এক্ষেত্রে অনেকেই মনে করছেন, খুচরো বিক্রেতা কিংবা পাইকাররা কিছুটা লাভের মুখ দেখলেও চাষিরা বেশ লোকসানের মুখে পড়েছেন। রবিবারে বাজারে যেতে গেলে একটু হিসেব করে যান। এক নজরে দেখে নিন সবজির দাম।
রবিবারের বাজারদর
৯ এপ্রিল
কলকাতা
কুমড়ো – ২০ থেকে ২৫ টাকা
টমেটো – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচা লঙ্কা – ৬৫ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ১৫ থেকে ২০ টাকা পিস
শশা – ৫০ থেকে ৬০ টাকা
গাজর- ২০ থেকে ৩০ টাকা
বিন কড়াই- ৫০ থেকে ৬০ টাকা
ধনেপাতা – ১৫ থেকে ২০ টাকা ( বান্ডিল ৩ থেকে ৪ টাকা )
করোলা – ৬০ থেকে ৭০ টাকা
বেগুন- ৬০ থেকে ৭০ টাকা
ফুলকপি – ১৫ থেকে ২০ টাকা পিস
পেঁপে- ৩০ থেকে ৪০ টাকা
পটল- ৭০ থেকে ৭৫ টাকা
পুঁইশাক- ২০ থেকে ২৫ টাকা
ঝিঙে- ৭০ থেকে ৮০ টাকা
বিট – ২৫ থেকে ৩০ টাকা
সিম – ৫০ থেকে ৬০ টাকা
মটরশুঁটি- ৬৫ থেকে ৭০ টাকা
আলু- ১৫ থেকে ১৬ টাকা
চন্দ্রমুখি আলু – ১৬ থেকে ১৮ টাকা
পিঁয়াজ – ১৫ থেকে ২০ টাকা
আদা- ৭০ থেকে ৮০ টাকা
রসুন – ৭০ থেকে ৮০ টাকা
ক্যাপসিকাম – ৭০ থেকে ৮০ টাকা
কচু – ৫০ থেকে ৬০ টাকা
কাঁচকলা – ৩ থেকে ৫ টাকা পিস
সজনেডাঁটা- ৪০ থেকে ৫০ টাকা
ঢেঁড়স – ৫০ থেকে ৬০ টাকা
( খুচরো বাজারে দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম