।। প্রথম কলকাতা ।।
আপনার ঘন লম্বা চুলে উকুন বাসা বেঁধেছে? শ্যাম্পু মেখেও কাজ হচ্ছে না? উকুন আছে বলে লজ্জায় রয়েছেন। মাত্র ১০ মিনিটে মাথা থেকে এভাবে দূর করুন উকুন। এই টিপস মানলে আর ফিরে আসবে না। উকুন তাড়ানোর এই ঘরোয়া টিপসগুলো জানুন। আপনি কি এখনও লাইফস্টাইল বাংলাকে ফলো করেননি? ইস মাথায় উকুন! আপনার আশপাশের লোকজন জানতে পেরে কেমন দূরে দূরে সরে যাচ্ছে। আজকালকার দিনে উকুনের উপদ্রব অনেকটাই কম। কিন্তু তারা এই পৃথিবী থেকে পুরোপুরি উধাও হয়ে যায়নি। বিশেষ করে ঘন লম্বা চুলের মহিলারা একটু বেশি নজর দিন। কে বলতে পারে আপনার মাথাতেও তেনারা বাঁসা বেঁধছেন ।
অনেকেরই উকুন নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছে। তাদের জন্য এই টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিনিগার উকুনের যম। এতে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ আঙুলে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে মাথার ত্বকে ভাল করে মালিশ করে নিন। ১০ মিনিট পর প্রথমে জল দিয়ে পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রথমবারেই অনেকটা ফল পাবেন। বা চার কোয়া রসুন থেঁতো করে নিন লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে মাথায় লাগান। তোয়ালে জড়িয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর শ্যাম্পু করে নিন এই সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করছেন বিশেষজ্ঞরা।
দ্রুত উকুন থেকে মুক্তি পেতে কতজনই না কত কিছু ব্যবহার করেন। কিন্তু এই টিপসগুলো মেনেছেন কখনও?হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুলে গরম বাতাস প্রয়োগ করলে মাথার ত্বকে ডিহাইড্রেশন হয়। ফলে উকুন ও ডিম মারা যেতে পারে। চুলে নারকেল তেল বা আমন্ড তেল ভালো ভাবে লাগিয়ে নিন এরপর ছোটো ছোটো ভাগ করে নিন মাথার চুল। তারপরে সরু দাঁতযুক্ত চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এতে সহজেই উকুন চিরুনিতে আটকে বেরিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন এমনটাই। মাথায় অজান্তেই বাসা বাঁধছে উকুন। চাইলে কয়েকটি সহজ উপায়েও মাথার উকুন দ্রুত দূর করতে পারবেন। চিন্তা না করে এভাবে উকুন তাড়ানোর চেষ্টা করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম