।। প্রথম কলকাতা ।।
Jasprit Bumrah: পাকিস্তানকে হারাতেই ডবল উপহার পেলেন জসপ্রীত বুমরাহ। বুমরাহ ঝড়ে উড়ে গেল বাবর ব্রিগেড। পাকিস্তানকে দেখিয়ে দিলেন তাদের অওকাত।ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে সেরার সেরা বুমরাহ। বউ সঞ্জনাও দিলেন বিশেষ উপহার। নেটিজেনরা তো বলছে একেই বলে ‘কাপল গোলস’। বুমরাহর শেষ কথাগুলিই নেটিজেনদের মনে ধরলো বেশি। বউ সঞ্জনাকে ঠিক কী বললেন ভারতীয় পেসার? সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল বুমরাহ-সঞ্জনার ভিডিও।
বুম বুম বুমরা…গতকাল রাতে গোটা নাসাউ স্টেডিয়াম জুড়ে দাপট দেখাল এই একটা মানুষ। তিনি আবারও প্রমাণ করে দিলেন যে, আধুনিক ভারতীয় ক্রিকেটের তিনিই মসিহা। মাত্র চার ওভায়ে ধুয়ে মুছে সাফ করে দিলেন বাবরদের। পাকিস্তানকে আরও একবার বুঝিয়ে দিলেন যে, বাপ তো বাপ হোতা হ্যায়। প্রথমে বাবর, তারপর ডেঞ্জার ম্যান রিজওয়ান, আর শেষে ইফতিকারকে আউট করতেই প্যাক আপ হয়ে গেল পাকিস্তান। এই নিয়ে নিউ ইয়র্কে টানা ২টো ম্যাচ জিতল ভারত।
১৯তম ওভারে বুমরা বল হাতে মাঠে নামতেই ডাগআউটে যে মানুষটি চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন গ্যারি কার্স্টেন। পাকিস্তানের বর্তমান কোচ তিনি। আর কেউ না জানুক, এই ভদ্রলোক তো ভালোই জানেন যে, স্লগ ওভারে বুমরা কতটা ভয়ঙ্কর। ক্রিকেট বিশেষজ্ঞরা তো ভারতের ব্রহ্মাস্ত্রও বলে তাকে। আর এইদিন তার সেই তাণ্ডব লীলাই দেখতে হল পাক ব্যাটারদের। জেতা ম্যাচ যে এভাবে হাতছাড়া হতে পারে সেটা বোধহয় ভাবতেও পারেনি বাবর, রিজওয়ানরা।
৪ ওভারে মাত্র ১৪ রানের পরিবর্তে ৩ উইকেট তুলে ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ। তবে জানেন কি, এইদিন এটা ছাড়াও আরও একটি বিশেষ পুরস্কার পেয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। জানেন কী সেই উপহার?
আসলে এইদিন পাক বধের পরেই বুমরাহকে মুখোমুখি হতে হয় স্ত্রী সঞ্জনা গণেশনের। সঞ্জনা এক্ষেত্রে আইসিসি ডিজিটালের প্রেজেন্টার হিসেবে সাক্ষাৎকার নেন বুমরাহর।
একে তো ম্যাচ জেতানোর আনন্দ, অন্যদিকে স্ত্রীর সামনে অভিজ্ঞতা শেয়ার করা। তাও কী না গোটা বিশ্বের সামনে। বিষয়টা কি নস্টালজিক নয়? আপনিই বলুন তো? তাই তো নেটিজেনরা বলছেন, এটা নাকি বুমরার দ্বিতীয় পুরস্কার ছিল। তবে সাক্ষাৎকারের শেষ পর্বটা সবচেয়ে বেশি মনে ধরেছে নেটিজেনদের। আপনি কি দেখেছেন তাদের সেই খুনসুঁটি ভরা ভরা ইন্টারভিউ?
প্রথমটা পেশাদারিত্ব বজায় রাখলেও শেষটায় স্বামী-স্ত্রীর সম্পর্ক সামনে চলেই এল। কথা শেষে সঞ্জনা গুডবাই জানাতে গেলে বুমরাহ তড়িঘড়ি মন্তব্য করেন, আধঘণ্টার মধ্যেই তোমার সঙ্গে দেখা হবে। অন ক্যামেরা স্বামীর এই কথায় লজ্জা পেয়ে যায় সঞ্জনাও। পরে আবার ডিনারের খোঁজটাও নিলেন তিনি। সম্প্রতি এই ক্লিপটিই ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ক্রিকেট প্রেমিরা তো জানেনই যে, বুমরাহর মত সঞ্জনাও বেশ নামকরা ব্যক্তিত্ব। হামেশাই তাবড় তাবড় ক্রিকেটারদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে। হয়ত একান্ত যাপনে কখনও স্বামীর সাক্ষাৎকারও নিয়েছেন। তবে বিশ্বদরবারে স্বামীর সাক্ষাৎকার নেওয়ার গর্বই আলাদা। আর এইদিন তার কথাবার্তায় সেটাই যেন আরও বেশি করে ফুটে উঠল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম