।। প্রথম কলকাতা ।।
Bullet Train in India: অপেক্ষার অবসান। দ্রুত ভারতের বুকে ছুটতে চলেছে বুলেট ট্রেন। বিদেশের বুলেট ট্রেন দেখে অনেকেই স্বপ্ন দেখতেন, কবে অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া ট্রেন আসবে নিজেদের দেশে। সেই স্বপ্ন সত্যিই হওয়ার পথে শিলমোহর দিলেন ভারতের রেলমন্ত্রী। আর বেশি দিনের অপেক্ষা নয়। আর মাত্র বছর দুয়েকের মধ্যেই ভারতে চালু হয়ে যাবে বুলেট ট্রেন।
যেদিন ভারতের বুকে বুলেট ট্রেন ছুটবে, সেদিনই ভারতীয় রেলের ইতিহাসের শুরু হবে নতুন অধ্যায়। একের পর এক বন্দে ভারত আসছে, দেশে বুলেট ট্রেন কবে ছুটবে তা নিয়ে অধীর অপেক্ষায় গোটা দেশ। কাজ থেমে নেই, চলছে দ্রুত গতিতে। অতীতের তালিকায় তখন নাম লেখাবে শতাব্দী, বন্দে ভারত! ইতিমধ্যেই কাজ শেষ হয়েছে বুলেট ট্রেন প্রকল্পের প্রায় ৬১ কিলোমিটার দীর্ঘ পথের। দেশের প্রথম বুলেট ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরার মধ্যে। প্রকল্পে রয়েছে গুজরাটের আমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ পথ। যেখানে মোট স্টেশন সংখ্যা ১২ টি। এর মধ্যে ৩৫২ কিলোমিটার রয়েছে গুজরাটে। আপাতত পরিকল্পনা অনুযায়ী, বুলেট ট্রেনের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় ৩২০ কিলোমিটার। আমেদাবাদ থেকে মুম্বাই যেতে এখন সময় লাগে ৬ ঘন্টা। বুলেট ট্রেন চালু হয়ে গেলে যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে।
দুর্ঘটনা এড়াতে ট্রেনটি মুড়ে ফেলা হয়েছে আধুনিক প্রযুক্তিতে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা। দুর্ঘটনার সংকেত পেলেই মুহুর্তে সতর্কবার্তা পৌঁছে যাবে চালকের কাছে। মূলত বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই এমন উদ্যোগ। বিষয়টা এখানেই থেমে নেই। বুলেট ট্রেনে থাকছে গজরাজ টেকনিক অর্থাৎ যদি কোন হাতি বা গরু লাইন পারাপার করে তখন দুর্ঘটনা আটকে দেবে গজরাজ প্রযুক্তি।
আজ থেকে প্রায় ছয় বছর আগেই ২০১৭ সালে গুজরাটের সবরমতি স্টেশনে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তখন বলা হয়েছিল, ভারতে এই প্রকল্পে খরচ হবে প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। তৈরি হবে তিনটি ডিপো। যার মধ্যে দুটি থাকবে গুজরাটে আর একটি মহারাষ্ট্রে। আরেকটা আশ্চর্যের বিষয় হল, থানেতে প্রায় ২১ কিলোমিটারের পথ যাবে জলের তলা দিয়ে অর্থাৎ বুলেট ট্রেন ছুটবে জলের নিচে দিয়ে। নাম মুম্বাই আমেদাবাদ হাইস্পিড রেল করিডোর। বুলেট ট্রেন যারা পরিচালনা করবেন তারা প্রযুক্তির সংক্রান্ত প্রশিক্ষণ নিয়ে এসেছেন জাপান থেকে। জাপানে কিন্তু বুলেট ট্রেনের কোন দুর্ঘটনা খবর আজ পর্যন্ত পাওয়া যায়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম