।। প্রথম কলকাতা ।।
শুটিং করতে গিয়ে দুই পায়ের গোড়ালিতে চির বাড়িতে টানা বিশ্রামে রুবেল দাস। ধারাবাহিক নিমফুলে মধুর সৃজন আপাতত বাড়ি থেকেই শ্যুট করছেন। এ খবর সবার জানা। আপনারা সকলেই জানেন বর্তমান বিনোদন জগতে বাংলা সিরিয়ালের টিআরপি ধরে রাখা বেশ চাপের বিষয়। তবে রুবেল তার কষ্টের ফল মিলল হাতেনাতে।
১০ দিনের বেশি হয়ে গেল গৃহবন্দি রুবেল দাস। ফাইট দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুটি গোড়ালিই ভেঙে গিয়েছে নায়কের। ফলে আপাতত বিছানাতেই বসেই দিন কাটাচ্ছেন অভিনেতা। পায়ে অসহ্য যন্ত্রণা, প্লাস্টার করা, তার মধ্যেও কাজ বন্ধ করেননি রুবেল। আপাতত তিনি নিজের বারাসাতের বাড়িতেই রয়েছেন। সেখানে পৌঁছে গিয়েছে ক্যামেরা এবং সেটের বেশ কিছু জন। বাড়ির খাটে বসেই শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। শেষ কিছু দিন ধরে স্টুডিয়োপাড়ায় শোনা যাচ্ছিল, সৃজনের পায়ে চোট লাগার কারণে নায়ক হিসাবে খোঁজ চলছে নতুন মুখের। যদিও শারীরিক সমস্যার মধ্যেও কাজে কোনও প্রভাব পড়তে দেননি রুবেল। যার প্রমাণ মিলেছে টিআরপি তালিকায়। অনেকেই মনে করেছিলেন, এই ঘটনা হয়তো সিরিয়ালের গল্পে প্রভাব ফেলবে। তবে তেমনটা ঘটেনি। এত টানাপড়েনের পরেও প্রথম পাঁচে নিজেদের জায়গা বজায় রেখেছে ‘নিমফুলের মধু’ সিরিয়াল। চলতি সপ্তাহেও পঞ্চম স্থানে রয়েছে পর্ণা এবং সৃজন। ফলে খুশি নায়ক।
এক সংবাদমাধ্যমে রুবেল জানিয়েছেন, ১০ দিন হল প্রায় বাড়িতে বন্দি। বিছানায় বসেই কাজ করার চেষ্টা করছি। তাই টিআরপি নম্বর দেখে বেশ ভাল লাগছে। দর্শক আমাদের উপর থেকে ভরসা হারাননি। ভেবে ভাল লাগছে। আগামী দিনেও এই ভাবে সকলে আমাদের ভালবাসা দেবেন আশা করি।” রুবেলকে একটু বিশ্রাম দেওয়ার জন্য গল্পের মোড় ঘুরিয়েছেন লেখক। আপাতত বাড়ির মহিলারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন গল্প। পর্ণা এবং তাঁর শাশুড়িদের র্যাম্পে হাঁটতেও দেখবেন দর্শক।
এই মুহূর্তে টিমের সকলেরই লক্ষ্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন রুবেল। আগামী মাসে পায়ের প্লাস্টার কাটার তারিখ দিয়েছেন চিকিৎসক। ততদিন রুবেলকে বাদ না দিয়ে এই ভাবেই ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়া হোক চাইছেন দর্শকেরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম