।।প্রথম কলকাতা।।
New year 2023: বাস্তুশাস্ত্র অনুসারে আসন্ন নতুন বছরের শুরুর আগে বাড়িতে এমন কিছু জিনিস নিয়ে আসুন যা শুভ বলে মনে করা হয়। ঘরে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটায় এবং নেগেটিভ শক্তিগুলি এক এক করে দূর করে বেশ কয়েকটি জিনিস। বাস্তুশাস্ত্রে এমন অনেক শুভ জিনিসের কথা বলা আছে এগুলি ঘরে রাখলে দারিদ্র্যতা দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়।
শুকনো নারকেল: নববর্ষের আগে শুকনো নারকেলকে মুড়ে লকারে রেখে দিন। বাড়িতে এই নারকেল(coconut) রাখলে ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। পরিবারে কখনও অর্থাভাব থাকে না। নববর্ষের আগমনের আগে এই উপায় করলে অর্থ সমস্যা থেকে মুক্তি পাবেন।
মুক্তো শঙ্খ: পরিবারে মুক্তো শঙ্খ রাখলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। এর ফলে কখনও অর্থাভাব দেখা যায় না। তাই নতুন বছরে সুখ সমৃদ্ধির জন্য মুক্তো শঙ্খ কিনে আনুন।
ধাতুর কচ্ছপ: ধাতুর কচ্ছ(Tortoise )অত্যন্ত শুভ। বাস্তুশাস্ত্রে কচ্ছপকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।২০২৩এর আগে এই পিতল কাঁসা বা রুপোর কচ্ছপ এনে বাড়িতে রাখুন। এর প্রভাবে জীবনে উন্নতি হবে।
ধাতুর হাতি: বাস্তু বলছে বাড়িতে ধাতুর তৈরি হাতির মূর্তি রাখা অত্যন্ত শুভ।এর প্রভাবে পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ধাতুর হাতির মূর্তি। তাই ডিসেম্বরে শেষ দিকে অর্থাৎ নতুন বছরের আগমনের আগে হাতির(Elephant) মূর্তি বাড়িতে এনে রাখুন।
লাফিং বুদ্ধা: নতুন বছরে লাফিং বুদ্ধা কেনা সবচেয়ে শুভ ফলদায়ী প্রমাণিত হতে পারে। বাড়ির উত্তর-পূর্ব দিকে লাফিং বুদ্ধার মূর্তি রাখবেন।
তুলসী গাছ: নতুন বছরের আগমনের আগে বাড়িতে গাছ লাগান। এর ফলে শুভ ফলাফল লাভ করবেন। তুলসী (Tulsi)পরিবারের ইতিবাচক শক্তি প্রভাব বিস্তার করবে। ওই পরিবারের বসবাসকারী সদস্যরা বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম