।। প্রথম কলকাতা ।।
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানে একটা আলাদা মাত্রা যোগ করে, তবে সেটা যদি হয় বিশ্বকাপে তাহলে তো আর কথাই নেই।ল্যাটিন আমেরিকার এই দুই দেশ মুখোমুখি হলেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় বিশ্বফুটবল। তবে চলতি কাতার বিশ্বকাপে দুই মহা শক্তিধর দেশের লড়াই এখনও পর্যন্ত দেখা যায়নি। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই বলেছেন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দেশ। তবে এমনটা হওয়ার সুযোগ নেই। শেষ চারেই দেখা হতে পারে ল্যাটিন আমেরিকার এই দুই দেশের।
শুরু হয়ে গেছে শেষ ষোলোর লড়াই। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মেসির আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিওনেল স্কোলানির দল। এই ম্যাচ জিতলেই শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে আর্জেন্টিনার। অন্যদিকে মঙ্গলবার রাত ১২:৩০ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কোরিয়ার বাধা টপকালেই জিতলে কোয়ার্টার ফাইনালে জাপান বা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তিতের দল। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যে ম্যাচ দেখার অপেক্ষার প্রহর গুনছে বিশ্ব ফুটবল।
বিশ্বকাপের অভিযানটা অবশ্য সুখকর হয়নি আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে বড় ধাক্কা খায় আলবিসেলেস্তেরা। তবে পরের দুই ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। পরপর দুই ম্যাচে মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় লিওনেল স্কোলানির দল। অন্যদিকে সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেও সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলো পাকা করে তিতের দল। তবে অঘটনের বিশ্বকাপে অঘটনের কোপে পড়ে সেলকাওরাও। শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে পরাজিত হয় তাঁরা। তবে এতে অবশ্য সমস্যা হয়নি তিতের দলের। গ্রুপের শীর্ষে থেকেই নক আউটে পৌঁছে যায় ব্রাজিল।
সেমিফাইনালের আগে দুই দলেরই কঠিন প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষের নাম দেখে আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্তদের স্বস্তিতে থাকার কথা। তবে অঘটনের বিশ্বকাপে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। শক্তির বিচারে দুই দলেই ভারসাম্য রয়েছে। ছন্দে রয়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। অন্যদিকে ব্রাজিল যেন মিনি হাসপাতাল। সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়ে মাঠের বাইরে নেইমার। পিএসজি তারকাকে মাঠে নামানো নিয়ে রয়েছে ধোঁয়াশা। শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল জেসুস। চোট পেয়েছেন ডিফেন্ডার আলেক্স টেলেসও। পুরোপুরি সেরে ওঠেননি দানিলো। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামার আগে কপালে চিন্তার ভাঁজ সেলকাও শিবিরে।