।। প্রথম কলকাতা।।
Deepika Padukone: ‘বিউটি উইথ ব্রেনস’। বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে নাম আসে তাঁর। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন দিতেছেন অভিনেত্রী। অনেকের আবার স্টাইল আইকন বালি পাড়ার এই নায়িকা। খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) জন্মদিন আজ। জন্মদিনের শুভেচ্ছা অভিনেত্রীকে।
ফারহা খানের (Farah Khan) ‘ওম শান্তি ওম’-এর হাত ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর স্ক্রিন ডেবিউ সঙ্গীত পরিচালক তথা গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার মিউজিক ভিডিও ‘নাম হ্যায় তেরা’ দিয়ে। আর রূপালি পর্দায় তাঁকে দেখা গিয়েছে কন্নড় রোমান্টিক ফিল্ম ‘ঐশ্বর্য’ দিয়ে। তাঁর বলিউডে ডেবিউ ছবি হওয়ার কথা ছিল সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ‘সাঁওয়ারিয়া’। তাঁর জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে।
৩৭ বছরে পা দিলেন অভিনেত্রী। সম্প্রতি ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’-এ তাঁর পারফর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গানে তাঁর বিকিনির রং সকলের নজরে লেগেছে। অতীতেও তাঁর নানা ছবি মুক্তির আগে একাধিক বিতর্কের মুখে পড়েছে। সেটা ‘রামলীলা’ হোক কিংবা ‘দাম মারো দাম’। ‘ছপাক’ মুক্তির আগে দিল্লির (Delhi) জেএনইউতে অ্যান্টি-সিএএ প্রতিবাদে যোগ দিয়েছিলেন দীপিকা। যাকে অনেকেই পাবলিসিটি স্টান্ট হিসেবে মনে করেছিলেন সেই সময়। বলিউডের কিংবদন্তি নির্মাতা গুরু দত্তের আত্মীয় তিনি। শাহরুখ খানের বিপরীতে তাঁর অভিনয় জয় করেছে দর্শকদের হৃদয়। সৌন্দর্য আর প্রতিভার সম্মেলনে তিনি বলিউডের এখন অন্যতম অভিনেত্রী। তাঁর বোন আনিশা গল্ফে চ্যাম্পিয়ন। আউটডোর খেলা বেশি প্রিয় অভিনেত্রীর। তিনি অভিনয়ে না এলে, চ্যাম্পিয়ন বাবা প্রকাশ পাড়ুকোনের মতোই ব্যাডমিন্টন খেলোয়াড় হতেন। এমনিতে হেমা মালিনিকে ‘ড্রিমগার্ল’ বলা হয়ে থাকে। তবে বর্তমান প্রজন্মের কাছে তিনি ‘ড্রিমগার্ল’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম