।। প্রথম কলকাতা ।।
Divya Bharati: হিন্দি চলচ্চিত্র জগতের ৯০ দশকে শীর্ষ তালিকায় থাকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন দিব্যা ভারতী (Divya Bharati)। তাঁর অভিনীত ছবির সংখ্যা অন্যান্য অভিনেত্রীদের তুলনায় অনেকটাই কম। কিন্তু এখনও পর্যন্ত সেই বলিউডের ছবিগুলিকে মানুষ মনে রেখে দিয়েছে। তাঁর কর্মজীবন শুরু করার পরে খুব অল্প সময়ের মধ্যে সাফল্য দিব্যা ভারতীর হাতে এসে ধরা দেয়। কিন্তু মাত্র ১৯ বছর বয়সে অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি । তাঁর আকস্মিক মৃত্যু এখনও পর্যন্ত বলিউডের একটি জটিল রহস্য। আজ জন্মদিন (Birthday) সেই সফল অভিনেত্রী দিব্যা ভারতীর।
১৯৭৪ সালে ২৫ ফেব্রুয়ারি তিনি ভারতের মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। শুদ্ধভাবে হিন্দি, ইংরেজি এবং মারাঠি বলতে পারতেন এই অভিনেত্রী। মুম্বইয়ে পড়াশোনা তাঁর। অভিনেত্রী হিসেবে কর্ম জীবন শুরু হয় ১৯৯০ সালে একটি তেলেগু ছবি ‘বোবিলি রাজা’ দিয়ে । এরপর হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৯২ সালে ‘বিশ্বাত্মা’ ছবির মাধ্যমে। তারপর দিব্যা ভারতীর ‘শোলা অর শবনম’, ‘দিওয়ানা’ এরকম একাধিক ছবি বাণিজ্যিক সাফল্য লাভ করে। ১৯৯৩ সাল পর্যন্ত মোট ১৪ টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। যেগুলি এখনও পর্যন্ত দর্শকদের কাছে ততটাই প্রিয়।
১৯৯৩ সালে তাঁর কেরিয়ার একেবারে উন্নতির শিখরে। একের পর এক সুপারহিট ছবি। সেই সময় হঠাৎই তিনি বিয়ে করেন প্রযোজক সাজিদ নাদিওয়ালাকে। সেই বছর ৫ এপ্রিল আচমকাই নিজের পাঁচ তলা অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা যদিও জানিয়েছিলেন ভারসাম্য হারিয়ে ফেলার কারণে ব্যালকনি থেকে নিচে পড়ে যান দিব্যা ভারতী। তবে পরে তদন্ত করতে গিয়ে উঠে আসে একাধিক তথ্য। যেমন মৃত্যুর দিন রাত দশটা নাগাদ তাঁর ফ্ল্যাটে এসেছিলেন ডিজাইনার নাতা লুল্লা এবং তাঁর স্বামী।
অনেক রাত পর্যন্ত চলে আড্ডা এবং মদ্যপান । সেই সময় দিব্যা কোন কারনে জালনার দিকে এগিয়ে গিয়েছিলেন। আচমকাই একটা শব্দ ! আর যতক্ষণে সবাই বেরিয়ে আসেন ততক্ষণে দেখা যায়, তাঁর ফ্ল্যাটের নিচের পার্কিং লটে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দিব্যা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যাওয়ার পথেও শ্বাস প্রশ্বাস চলছিল । আর তারপর অসময়ে মুম্বইয়ের কুপার হাসপাতালে অন্ধকারের আড়ালে ঢেকে যায় বলিউডের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্র। তার বিখ্যাত কয়েকটি সিনেমা হল ‘দিল কা ক্যায়া কসুর’, ‘জান সে প্যায়ারা’, ‘বলবান’, ‘দুশমন জামানা’, ‘গীত’, ‘রঙ’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম