।। প্রথম কলকাতা ।।
Bobby Deol: এখন নেট দুনিয়ায় শুধুই ববি ঝড়। অ্যানিমল ছবির পরে বলিউডের শিরোনামে এখন ববি দেওল। ছবির গল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ববির শক্তিশালী অভিনয় সাড়া ফেলেছে। খুব অল্প সময়ে স্ক্রিনে থেকে বলিউডে প্রতিভার প্রমান দিয়েছেন। একটা সময় পর এই ববি দেওল হারিয়ে যান। একটানা বেশ কয়েকটা বছর তাকে বেকারত্বের জ্বালা সহ্য করতে হয়। স্ত্রী তাঁর সংসার চালাতেন, নিজেকে পুরো নেশার মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। পরিচালক প্রযোজকরা ও তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন।উপার্জনের জন্য ডিজে হিসেবেও কাজ করেন। ববিকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসেন সালমান খান। অ্যানিমেলের ছবিতে ববি দেওলের চরিত্রের নাম আবরার। সাড়ে তিন ঘণ্টা ছবিতে মাত্র ১৫ থেকে ২০ মিনিট স্ক্রিন টাইম ছিল তাঁর। কিন্তু হলে কি হবে ঐটুকু সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের উপর দিয়ে নজর সরাতে দেননি ববি।
সংলাপ নেই ছবিতে তাতেই যে কামাল করেছেন ছবি মুক্তির পর বুঝতে পারছেন ববি। এটা মানতেই হবে রনবীরের থেকে ববি কে নিয়ে উচ্ছ্বাস যেন দর্শকদের বেশি। জানেন এই ববি দেওল এক সময় ব্যর্থতা সহ্য করতে না পেরে অবসাদগ্রস্থ হয়ে পারেন। ভালো সময় পাশাপাশি তারকাদের ক্ষেত্রে আসে দু:সময়। নিজের পরিস্থিতি এমন তৈরি হয়েছিল নিজের উপরেই তার করুণা হত। কাজ না থাকায় মদে আসক্ত হয়ে পারেন ববি দেওল। ওয়েব সিরিজ সিনেমায় পরপর কাজ করলেও ববি দীর্ঘদিন কর্মহীন অবস্থায় বসে ছিলেন। ক্যারিয়ারের মাঝপথে একটানা ছবি ফ্লপ করায় সমসাময়িক নায়কদের তুলনায় পিছিয়ে পড়েন ববি। শৈশবেই তার হাতে খড়ি হয় অভিনয়। ববি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ধরমবীর ছবিতে।
এরপর নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৯৫ সালে বরসাত ছবিতে। কেরিয়ারের শুরুতে সোলজার, গুপ্তের মতো বেশ কিছু সিনেমা হিট হয়েছিল ধর্মেন্দ্র পুত্রের। ক্রমে বলিউড থেকে ছিটকে যেতে শুরু করেন ববি। বারবার বিভিন্ন পরিচালকের কাছে গেলে তারা কাজের আশ্বাস দিলেও তিনি কোনভাবেই কাজ পাচছিলেন না। একসময় তার সাথে দেখা হয় সালমান খানের এবং তিনি বেশ কিছু পরামর্শ দেন। তারপর থেকে ববি র কাজের অফার আসে। ববি একবার জানিয়েছিলেন তিনি সালমান খানের কাছে চির কৃতজ্ঞ থাকবেন। ববি নিজেই জানিয়েছিলেন তিনি বাইরের সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।স্ত্রী এবং দুই সন্তানের কথা ভেবে ববি নিজেকে বোঝাতে শুরু করেন। নিজের চেষ্টায় ফিরে আসেন জীবনের ছন্দে। জিমে গিয়ে শরীর চর্চা করতে শুরু করেন। কাজের সুযোগ নিয়ে আলোচনা করেন।
২০১০এর পর ববি দেওলের ক্যারিয়ার থমকে গিয়েছিল অনেকটাই। ২০১৮ অভিনয় করেন রেস থ্রিতে। কাজ করেন ক্লাস অব ৮৩, আশ্রম ওয়েব সিরিজেও। আনিমেল ছবির মাধ্যমে ববি দেওয়াল যেভাবে কাম ব্যাক করেছেন তা প্রশংসনীয়। কফি উইথ করণে এসে নিজেই ববি স্বীকার করেছিলেন কাজ না থাকায় মদে আসক্ত হয়ে পড়েন। বাড়িতে বসে শুধু নেশা করতেন ববি। ভাবতেন কেন লোকে তাঁকে নেয় না শুধু তাই নয়, এক সময় ছেলের কথাতেও অপমানিত বোধ করতেন তিনি। কারণ তার স্ত্রী নিয়মিত অফিস যেতেন। আর ববি ডুবে থাকতেন বিষন্নতায়।
একটা সময় ভেবেছিলেন তিনি আর পারবেন না। এটাও মানতে হবে রাতারাতি কিছু বদলে যায় না। তবে সব সামলে আবার ফিরলেন ববি। ভাগ্যের চাকা কখন কার দিকে ঘোরে বোঝা মুশকিল। আশরম সিরিজের হাত ধরেই ক্যারিয়ারে ভোলবদল হয় ববির। সব মিলিয়ে বলতেই হয় অ্যানিমেল যেন ববিকে নতুন করে সাফল্যের স্বাদ দিল। আর বর্তমানে যে প্রশংসা পাচ্ছেন ববি, তাতে পুরনো দিনের সব গ্লানি মন থেকে মুছে গিয়েছে তার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম