।। প্রথম কলকাতা ।।
Bangladesh Election: বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে যে ভোটের লড়াই সহজ হতে চলেছে এমনটা ভাবা একেবারেই ভুল। প্রথম থেকেই অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে বৈদেশিক পরাশক্তি থেকে শুরু করে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু তফসিল ঘোষণার পরেও সেই অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ওঠে নানান প্রশ্ন। কারণ বিএনপি তফসিল প্রত্যাখ্যান করে। বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যেই ভোটের ময়দানে লড়তে প্রস্তুত। এবার বাংলাদেশ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকার সহ এক দফার দাবিতে আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে তৈরি হল নতুন জোট যুক্তফ্রন্ট। এই জোটের অধীনে নির্বাচনে যেতে চলেছেন কল্যান পার্টির চেয়ারম্যান এবং যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল এই কল্যান পার্টি। আপাতত যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেছে। আগামী নির্বাচনে প্রার্থী দিতে পারে প্রায় ১০০ টি আসনে। কল্যান পার্টির সঙ্গে গঠিত যুক্তফ্রন্টে রয়েছে জাতীয় পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থেকেও কল্যান পার্টির সিদ্ধান্ত হঠাৎ বদলে যাওয়া এবং ভোটে যাওয়ার ঘোষণা, ভালো চোখে দেখছে না বিএনপি। এই যে ১২ দলীয় জোটের সঙ্গ ছেড়ে তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল যুক্তফ্রন্ট করল, এটা আওয়ামী লীগের বিপক্ষে হতে পারে নতুন খুঁটি। আন্দোলন ছেড়ে হঠাৎ ভোটের ময়দানে যাওয়ার সিদ্ধান্তকে অনেকেই ভালো চোখে দেখছে না। তবে সেই ঝুঁকিকে মেনে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সচেষ্ট যুক্তফ্রন্ট। একই সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় পার্টির মহাসচিব, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান সহ বহু তাবড় তাবড় রাজনীতিবিদরা।
হঠাৎ এই নতুন জোটের আত্মপ্রকাশে আওয়ামী লীগ যে কিছুটা চাপে পড়ল তা বলাই বাহুল্য। প্রথম থেকেই যে আশঙ্কাটা করা হচ্ছিল, হয়ত নির্বাচনটা একটু একপেশে হয়ে যাবে। তবে সমালোচকদের সেই ধারণা ভেঙে দিয়ে একে একে মনোনয়ন পত্র গ্রহণ করছে বহু রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার সেই ধারায় যুক্ত হল যুক্তফ্রন্ট। এই জোট গঠনের মূল লক্ষ্য, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করা। সম্প্রতি জামায়েতের নিবন্ধন অবৈধ বলে রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিক ভাবেই, বিএনপি’র দিকে পাল্লা হালকা হচ্ছে। যে তফসিল নিয়ে এত আপত্তি, সেই তফসিল অনুযায়ী নির্বাচন হতে চলেছে বাংলাদেশে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম