।। প্রথম কলকাতা ।।
Weather Update: ফুঁসছে সাগর! সাইক্লোনিক সার্কুলেশনে আটকে বাংলা। কালীপুজো-ভাইফোঁটায় ঝমঝমিয়ে বৃষ্টি? নিম্নচাপের এফেক্ট কোন কোন জেলায়? তাপমাত্রা নামবে ৫ ডিগ্রিতে? কোথায় কোথায় শৈত্যপ্রবাহ? রেড অ্যালার্টে কোন কোন জেলা? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন আবহাওয়ার ফ্রেশ আপডেট। খাতায়-কলমে বর্ষা শেষ। তারপরেও গোটা দেশের পাশাপাশি বাংলায় বৃষ্টির বিরাম নেই।বিশেষ করে জেলাগুলোতে। আরব সাগরে শুরু তোলপাড়। ঝড় ঝঞ্ঝা, সঙ্গে তুমুল বৃষ্টি? কি বলছে হাওয়া অফিস? কালীপুজো-ভাইফোঁটায় শীতের আমেজ বজায় থাকবে। সকাল সন্ধ্যা ভালো রকম শীত অনুভূত হবে। অলরেডি, দক্ষিণবঙ্গের বেশ কিছু শহরের পারদ ইতিমধ্যেই ২০ ডিগ্রির নীচে নেমেছে। এমনকি কোনো কোনো জেলা ছুঁয়েছে ১৫° ডিগ্রিও। তাহলে কি আগামী দু দিনে হুড়মুড়িয়ে পারদ পতন? ধারণা ভুল প্রমাণিত করে জাঁকিয়ে শীত পড়তে যাচ্ছে নভেম্বরেই?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে বা হালকা নীচে থাকতে পারে। অন্যদিকে কলকাতায় আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। ১১ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ১২ তারিখ, কালীপুজোর দিনও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। পরে ১৫ তারিখ পর্যন্ত সর্বনিম্ন পারদ ২২-এর ঘরেই থাকার চান্স। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেছে ইতিমধ্যেই।
বাঁকুড়া ও বিষ্ণুপুরে ১৬.৭ ডিগ্রি, পুরুলিয়ায় ১৫.৫ ডিগ্রি প্রতিবারের মতো সবথেকে কমের ঘরে রান করছে এই দুই জেলা। আগামী পাঁচদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে। সঙ্গে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া স্বাভাবিকের আশেপাশে বা হালকা নীচে থাকতে পারে! দার্জিলিঙে ইতিমধ্যেই সর্বনিম্ন পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে। সমতলের শহরগুলিতেও রাত ও ভোরের পারদ নিম্নমুখী। এদিকে মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত বিস্তার করছে। এর জেরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে আপাতত কোনও সিস্টেম নেই।
এই পরিস্থিতিতে আগামী পাঁচদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। এছাড়াও উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রভাব বিস্তার করতে পারে পশ্চিমী ঝঞ্ঝা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম