।। প্রথম কলকাতা ।।
Rail Blocked in West Bengal: বিগত বছরে রাজ্য জুড়ে যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল আবারও তার পুনরাবৃত্তি। শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী সংগঠনের (Tribals) অবরোধ দেখা যায়। জেলায় জেলায় বর্তমানে ‘চাক্কা জ্যাম’। আদিবাসীদের অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বহু ট্রেন। যার ফলস্বরূপ ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদেরকে। মূলত আদিবাসী সংগঠনগুলি সারনা ধর্মের (Sarna Dharma) স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়ার মতো একগুচ্ছ দাবি নিয়ে এদিন অবরোধে নেমেছেন।
শনিবার সকাল থেকেই একদিকে যেমন মালদা তেমন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ছয়টা থেকে মালদার আদিনা স্টেশনে আটকে দেওয়া হয় ট্রেনের পথ। যার ফলে সামসি স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস । কুলিক এক্সপ্রেস থেমে যায় কুমারগ্রাম স্টেশনে। একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেস এবং মালদা স্টেশনে দাঁড়াতে বাধ্য হয় গৌড় লিঙ্ক এক্সপ্রেস। দূরপাল্লার ট্রেনে যাতায়াত করা যাত্রীরা অবরোধের (Blockade) জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন।
পূর্ব বর্ধমানের জৌগ্রাম স্টেশনের লেভেল ক্রসিং এ অবরোধ করেন আদিবাসীরা। যার ফলে আটকে পড়ে হাওড়া-বর্ধমান কর্ড লোকাল। তারপর অবশ্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রেল পুলিশ। তাঁরা অবরোধকারীদেরকে সরিয়ে দেয় । পুরুলিয়াতেও রেল অবরোধের জেরে আটকে পড়ে বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন । পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে সকাল ছ’টা নাগাদ রেল অবরোধ শুরু করে আদিবাসী সংগঠন । তবে সেখানেও রেল পুলিশের তৎপরতা দেখা দেয়। প্রায় ঘন্টা দেড়ের পরে নিজেদের আন্দোলন তুলে নিতে বাধ্য হন আদিবাসী সংগঠন।
কী দাবি আদিবাসী সংগঠনের ?
মূলত তাদের ৫ দফা দাবি উঠে এসেছে। তার মধ্যে রয়েছে, ২০২৩ সালে সারনা ধর্ম কোড কার্যকর করার দাবি। এছাড়াও মারাংবুরু বাঁচাও কর্মসূচি গ্রহণ করেছে তাঁরা। মূলত তাদের দাবি হল, আদিবাসী সমাজের একটা পৃথক ধর্ম ঘোষণা করতে হবে। আর সেই ধর্মের নাম হবে সারনা। তাঁরাও নিজস্ব ধর্ম চান সেই ধর্মকে কেন্দ্রের তরফ থেকে স্বীকৃতি দিতে হবে। আর এই দাবি তুলে আদিবাসী সংগঠনের রেল অবরোধের অভিযান। শনিবার পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, অসম মোট পাঁচটি রাজ্যে আদিবাসী সংগঠনের তরফ থেকেই বনধের ডাক দেওয়া হয়েছে বলে জানা যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম