।। প্রথম কলকাতা ।।
Shoe Bite Home Remedies: পুজোয় নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতো পড়তেই হবে। তবে দামী বা কম দামী যেমনই জুতো হোক না কেন নতুন জুতোয় পায়ে ফোস্কা পড়বেই। নতুন জুতো পায়ে পরে ঘণ্টাখানেক হাঁটাহাঁটির পর গোড়ালির পিছন দিকে কিংবা বুড়ো আঙুলের তলায় ফোস্কা পড়ে যাওয়া অস্বাভাবিক নয়। একবার ফোস্কা পড়লে পরবর্তী দু’-তিন দিন হাঁটা-চলা করা মুশকিল হয়ে পড়ে। পুজোর রেশ কেটে গেলেও ফোস্কার রেশ কিন্তু থাকে বেশ কয়েকদিন। এই সমস্যায় অনেকই নাজেহাল হয়ে পড়েন। এই সমস্যা থেকে সমাধান পেতে রয়েছে কিছু ঘরোয়া উপায়।
নতুন জুতো পড়লে প্রথমেই তা পায়ের সঙ্গে খাপ খায় না। পায়ের আকারের সঙ্গে খাপ খেয়ে জুতো আরাম দায়ক হয়ে উঠতে সময় লাগে। তাই নতুন জুতো পরে পায়ে ফোস্কা পড়েনি এমন অভিজ্ঞতা বোধহয় কম জনেরই আছে। শুধু তাই নয় ফোস্কা পড়ার পরে সেই জায়গায় ব্যাথা শুরু হয়। ফোস্কা ফেটে গিয়ে সেপটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু, নতুন জামা কাপড়ের সঙ্গে নতুন জুতো তো পড়তেই হবে। তাই কেবল ফোস্কা পড়ার ভয়ে পুজোয় নতুন জুতো পড়ার আনন্দ মাটি না করে কিছু উপায় আগে থেকে মেনে চললেই মিলবে সমাধান। নতুন জুতোয় ফোস্কা পড়ার বিপদ থেকে বাঁচে কি কি করা যায় চলুন জেনে নেওয়া যাগ।
প্রথমেই নতুন জুতোর শক্ত জায়গা গুলি যে অংশ গুলি পায়ের সঙ্গে লেগে থাকবে সেখানে নারকেল তেল বা ভেসলিন অল্প করে লাগিয়ে দিন। অথবা জুতোর যে অংশ গুলি পায়ে ঘসা খাচ্ছে সেই জায়গায় টেপ দিয়ে পাতলা স্পঞ্জ লাগিয়ে নিতে পারেন। নতুন জুতো পরার আগে পায়ে ভাল করে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন।
যাঁদের বাড়ির আশেপাশে কোথাও নারকেলগাছ আছে, তাঁরা পারলে একটি সবুজ নারকেলপাতা জোগাড় করুন, পুরোটা নাহলেও দু’-একটা সবুজ পাতা হলেই চলবে৷ কাঁচা পাতাটা পুড়িয়ে নিন গ্যাসে৷ এবার ছাইটা গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে একটা পরিষ্কার কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন৷ এই মিশ্রণ লাগালে নাকি পায়ে কড়াও পড়ে না, ফোসকাও পড়ে না। এই রকম আগাম কিছু ব্যবস্থা নিলে নতুন জুতোয় পায়ে ফোস্কা পড়ার সম্ভাবনা অনেকটাই কমবে।
এরপরেই যদি জুতো পরে পায়ে ফোস্কা পরেই যায় তাহলে কি করবেন ?
কয়েকদিন জুতো পরেই যদি পায়ে ফোস্কা পরেই যায়। তাহলে ভুলেও সেই ফোস্কা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হবে। ফোস্কা ফেটে গেলে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম বা বোরোলিন লাগিয়ে ঢেকে রাখুন। তার আগে ঈষদ উষ্ণ গরম জলে ভালো করে পা ধুয়ে নিন। ফোস্কা পড়ার জায়গায় বারকয়েক মধু লাগিয়ে রাখুন। মধু ফোস্কা সরিয়ে তুলতে উপকারী।
ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগালেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এছাড়া,গ্রিন টি-রও প্রদাহ কমানোর ক্ষমতা আছে। এটি ভিটামিন এবং অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ উৎস এটি।
গরম জলে বেকিং সোডা মিশিয়ে একটি টি ব্যাগ ডোবান। তার পর ব্যাগটি ঠান্ডা হতে দিন। টি ব্যাগটি নিয়ে ফোস্কার জায়গায় বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে দিন। বেকিং সোডার অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে। তা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। দিনে দু’-তিন বার এই প্রক্রিয়াটি করলেই সুফল মিলবে।
জলের সঙ্গে আটা গুলে থকথকে পেস্ট বানিয়ে ফোস্কার উপর লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবে ক্ষত খুব বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম