।। প্রথম কলকাতা ।।
Delhi MCD Election Result 2022: আজ দিল্লির পুরনিগম নির্বাচনের ফল প্রকাশ। কার কাছে যাবে ক্ষমতা, তাকিয়ে রয়েছে গোটা দেশ। গত রবিবার ২৫০ আসনে ভোটগ্রহণ হয়েছে রাজধানীতে। বুধবার সেই নির্বাচনেরই ফলাফল প্রকাশ হবে। রাজধানীতে ক্ষমতা আম আদমি পার্টির হাতে থাকলেও, বিগত ১৫ বছর ধরে পুরনিগম নিজেদের দখলে রেখেছে ভারতীয় জনতা পার্টি। যদিও এত বছর ৩ ভাগে বিভক্ত ছিল পুরনিগম। ২০১২-র পর প্রথমবার অবিভক্ত দিল্লি পুরনিগমের ভোট হয়েছে। ‘আনন্দবাজার অনলাইন’ সূত্রে প্রথমে জানা গিয়েছিল, বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে আপ।
এদিন সকাল থেকেই সাপ-সিঁড়ি খেলা চলছে। এদিকে সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ‘হিসাব যা বলছে ১৮০টিরও বেশি ওয়ার্ডে জিততে চলেছে আপ প্রার্থীরা। দিনের শেষে দেখুন ফল কী আসে’। সেদিক থেকে শুরু থেকেই বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে চলেছে আম আদমি পার্টি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা জানিয়েছে, দিল্লির পুরসভায় আপ একাই পেতে চলেছে ১৪৯-১৭১টি আসন। বিজেপি আটকে যাবে ৬৯-৯১-তে। কংগ্রেসের ঝুলিতে থাকবে ৩-৭টি আসন।
এক কথায় এবার ক্ষমতা বদলের সম্ভাবনা রয়েছে। বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে আম আদমি পার্টি। একাধিক এক্সিট পোল জানিয়েছে এবারের ভোটে জয় পেতে পারে কেজরিওয়ালের দল। অন্যদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ছ’টিতে জয়ী আপ। এক কথায় কখনও আপ এগিয়ে যাচ্ছে, তো কখনও বিজেপি। এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কার হাতে যাবে দিল্লি পুরনিগমের ক্ষমতা। ২৫০টি পৌরসভার আসনের জন্য ১ হাজার ৩০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গণনা কেন্দ্রগুলি দ্বারকা, ওখলা, মঙ্গোলপুরী, পিতমপুরা, আলিপুর, মডেল টাউন, শাস্ত্রী পার্ক, যমুনা বিহার, ময়ুর বিহার এবং নন্দ নগরী সহ এলাকায় অবস্থিত। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রায় ২০টি কোম্পানি এবং ১০ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন সহ সমস্ত কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখন শুধু ফাইনাল রেজাল্ট জানার অপেক্ষায় রয়েছে সবাই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম