।। প্রথম কলকাতা ।।
Bipin Rawat: ২০১৯-এর ৩১ ডিসেম্বর সিডিএস পদে নিযুক্ত হন বিপিন রাওয়াত। তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত আর্মি ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ ভালোই দিন যাচ্ছিল দু’জনের। আচমকা একদিন তামিলনাড়ুর কুন্নুরে সিডিএস বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার খবর মেলে। সস্ত্রীক চপারে উপস্থিত ছিলেন রাওয়াত। সেদিন সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাওয়াতের মৃত্যুতে শোকে ভেঙে পড়ে দেশবাসী।
লেফটেন্যান্ট জেনারেল লক্ষণ সিং রাওয়াতের ছেলে বিপিন রাওয়াত উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন। সেনা পরিবারে জন্ম হয়ে সিমলার সেন্ট এডওয়ার্ডস স্কুল এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ছাত্র ছিলেন তিনি। ১৯৭৮-এর ডিসেম্বরে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে ১১তম গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়ানে নিযুক্ত হন। স্ত্রী মধুলিকার আবার সেনা মহিলা কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। রাওয়াতের দুই কন্যা সন্তান রয়েছে। সিডিএস হওয়ার আগে দেশের ২৭তম সেনাপ্রধান তিনি। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭৮ থেকে ২০১৯ পর্যন্ত ৪০ বছরে বহু পদক অর্জন করেছেন। পাশাপাশি উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল সহ বিদেশ সেবা মেডেলে সম্মানিত হয়েছেন তিনি। ভারতীয় সেনার সেকেন্ড লেফটেন্যান্ট থেকে চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এর মাঝখানে একাধিক দায়িত্ব পালন করেছেন রাওয়াত। কাজের দক্ষতার দরুন জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসবিরোধী অভিযানে কাজ করার অভিজ্ঞতা ছিল বহু বছরের। যুদ্ধক্ষেত্রেও কাজ করেছেন তিনি। দেশকে সুরক্ষিত রাখতে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। তাঁকে চিরস্মরণীয় করে রাখতে উত্তরপ্রদেশের সেনা স্কুলের নাম বদলে জেনারেল রাওয়াতের নামে করার সিদ্ধান্ত নেয় সরকার। রাওয়াতের প্রয়াণের ৯ মাস পর, তাঁর জায়গায় আসেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম