।। প্রথম কলকাতা ।।
2022 পেরিয়ে 2023 এর আগমন হতে বাকি আর পাঁচটা দিন। এই গোটা বছরে বাজারে এসেছে একের পর এক দুরন্ত মোটরসাইকেল। যা ব্যাপক সাড়া ফেলেছে গ্রাহকদের মনে। নিত্যনতুন চাহিদার কথা মাথায় রেখে উন্নত ফিচার সহ লঞ্চ হয়েছে এই সমস্ত দু চাকা, যেখানে রয়েছে স্টাইলিশ ডিজাইনের সমাহার। আশা করা হচ্ছে, আগামী বছরেও ভারতীয় বাজারে দাপিয়ে বেড়াবে এই ৫ দু চাকা।
Royal Enfield Hunter 350
বহু প্রতিক্ষিত Royal Enfield Hunter 350 সংস্থার অন্যতম সস্তা মোটরসাইকেল এই বছর লঞ্চ হয়েছে। আর লঞ্চ হতেই তুমুল সাড়া ফেলেছে বাইকটি। Royal Enfield এর বাইকগুলির মধ্যে সবচেয়ে হালকা ওজন ও সহজ নিয়ন্ত্রণ রয়েছে এটিতে। 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার চার স্ট্রোক জে সিরিজ পেট্রল ইঞ্জিনযুক্ত বাইকটি 20.2 bhp শক্তি উৎপাদন করতে পারে। এতে রয়েছে 13 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি, ব্রেকিংয়ের জন্য 300 মিমি ডিস্ক দ্বারা পরিচালিত একটি টুইন-পিস্টন ফ্লোটিং ক্যালিপার সহ একটি 270 মিমি ডিস্ক সহ রিয়ার পিস্টন ভাসমান ক্যালিপার। নিরাপত্তা বৈশিষ্ট্য হিসাবে উপস্থিত ডুয়াল চ্যানেল ABS। বাইকটির বাজার মূল্য 1.5 লক্ষ টাকা থেকে শুরু।
আরও পড়ুন : New Bikes in December: প্রতিযোগীদের মাঠছাড়া করতে লঞ্চ হল একগুচ্ছ নতুন বাইক ও স্কুটার
TVS Ronin 225
TVS এর Zeppelin R কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি দারুন স্টাইলিশ একটি বাইক TVS Ronin 225। যা এই বছরই ভারতীয় বাজারে লঞ্চ করে সংস্থা। এই মোটরসাইকেলটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য 9 স্পোক অ্যালয় হুইল, ম্যাট ব্ল্যাক এক্সজস্ট, অ্যাসিমেট্রিক স্পিডোমিটার, স্লীক ইন্টিগ্রেটেড টেল ল্যাম্প, এলইডি হেডল্যাম্প, ডায়মন্ড এজ ইঞ্জিন ফিনস, ব্লক ট্রেড টায়ার, গোল্ড টোন ইউএসডি ফর্ক এবং রেইন অ্যান্ড আরবান এবিএস মোড। বিভিন্ন ভ্যারিয়েন্টে উপলব্ধ এই বাইকটির প্রারম্ভিক মূল্য 1.49 লক্ষ টাকা। এটির টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম 1.68 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
KTM RC 390
KTM চলতি বছরের শুরুতে ভারতে তাদের 2022 KTM RC 390 লঞ্চ করে। এই স্পোর্টস বাইকটি দেখতে যেমন স্টাইলিশ তেমনই মাখন এটির পারফর্মেন্স। এই মোটরসাইকেলটির দাম শুরু 3.14 লক্ষ টাকা থেকে। এতে রয়েছে 373 সিসি লিকুইড কুলড, সিঙ্গেল সিলিন্ডার, ফোর-স্ট্রোক পেট্রোল ইঞ্জিন 9,000 rpm-এ 42.9 hp এবং 7,000 rpm-এ 37 Nm টর্ক জেনারেট করে। তাছাড়া এটি স্লিপার ক্লাচ এবং একটি কুইকশিফটার সহ একটি 6 স্পিড গিয়ারবক্স সজ্জিত। স্পোর্টস বাইকটিতে 13.7 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।
আরও পড়ুন : 5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?
Bajaj Pulsar P150
Bajaj Pulsar অন্যান্য বাইকের তুলনায় প্রায় 10 কেজি হালকা এই মডেলটি। অর্থাৎ হ্যান্ডলিংয়ের দিক দিয়ে জবরদস্ত। ইঞ্জিন রয়েছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার যা 14.5 bhp শক্তি এবং 13.5 Nm টর্ক জেনারেট করে। সাথে 5 স্পিড গিয়ারবক্স ও 14 লিটরের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। ফিচার্স রয়েছে LED DRL, একটি LED প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাসটার এবং ইউএসবি চার্জিং পোর্ট। এই মোটরসাইকেলটির দাম শুরু 1.16 লক্ষ টাকা থেকে।
Triumph Tiger Sport 660
চলতি বছর যে নতুন বাইকগুলি লঞ্চ হয়েছে তার মধ্যে অন্যতম Triumph Motorcycles এর Tiger Sport 60। এটি সংস্থার তৈরি সবচেয়ে সস্তা ট্যুর বাইক। Trident 660 এর উপর ভিত্তি করে তৈরি বাইকটিতে 660 সিসির ইঞ্জিন রয়েছে। সাথে 6 স্পিড গিয়ারবক্স। সর্বোচ্চ 80 bhp শক্তি তুলতে পারে বাইকটি। ফুয়েল ট্যাংক রয়েছে 17.2 লিটার। ভারতীয় বাজারে Triump Tiger Sport 660 এর দাম শুরু 9 লক্ষ টাকা থেকে।