।।প্রথম কলকাতা।।
Tata industry: বর্তমানে সকলেই স্বাস্থ্য সচেতন। সাধারণ কলের জলের তুলনায় অনেকেই প্যাকেটজাত বোতলে প্যাক করা জল পান করতে বেশি পছন্দ করেন। বিগত কয়েক বছরে প্যাকেটজাত জলের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়া একাধিক সংস্থা জলের ব্যবসায় নামছে। বিসলেরি শুধু পানীয় জলি নয় তরল পানীয় স্পাইসি, লিমোআটা ,ফনজো বিক্রি করে।
হিমালয়া ওয়াটার ছিলই, এবার টাটা কিনে নিচ্ছে ভারতের বৃহত্তম প্যাকেজড ওয়াটার সংস্থাটিকেও। বিমান থেকে বোতলজাত জল। সবেরই মালিক হতে চলেছে টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়ার পর এবার বিসলেরি কিনছে টাটা। সূত্র মারফত এই খবর মিলেছে। বিশাল অংকের টাকায় দেশের বৃহত্তম প্যাকেজড ওয়াটার সংস্থা বিসলেরি কিনছে টাটা গ্রুপ। জানা যাচ্ছে, বিসলেরির মালিক রমেশ চৌহান কোম্পানি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানার পরই তা কেনার ব্যাপারে আগ্রহ দেখায় টাটা গ্রুপ।
বিসলেরির মালিক রমেশ চৌহান। তিনি ৬০০০ থেকে ৭০০০ কোটি টাকায় টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের কাছে নিজের কোম্পানি বেচার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। চুক্তি হচ্ছে,টাটা বিসলেরি অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে বিসলেরি ম্যানেজমেন্টকে বসিয়ে দেওয়া বা ভেঙে দেওয়া হবে না। বরং টাটা বিসলেরি কেনার পরেও চুক্তি অনুযায়ী বিসলেরির বর্তমান ম্যানেজমেন্ট আরও ২ বছর কাজ চালিয়ে যাবে বলে সূত্র মারফত জানা গেছে। কিন্তু কেন বিসলেরির মতো এতো নামি সংস্হা বেচে দিচ্ছেন রমেশ চৌহান। শোনা যাচ্ছে, রমেশ চৌহানের মেয়ে জয়ন্তীর নাকি ব্যবসায় তেমন আগ্রহ নেই। সেই কারণেই কোম্পানি বেচার মত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। উল্লেখ্য, এখন বাজারে টাটার হিমালয়া ওয়াটার রয়েছে। তার সঙ্গে তাদের মালিকানায় যুক্ত হতে চলেছে বিসলেরি।
ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রেও বড়সড় বদল আসতে চলেছে টাটার হাত ধরে। এয়ার ইন্ডিয়া-ভিস্তারা সহ আরও ২টি উড়ান নিয়ে বড় পরিকল্পনা রয়েছে টাটার। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়া সহ চারটি এয়ারলাইনস ব্র্যান্ডকে এয়ার ইন্ডিয়া লিমিটেডের অধীনে একত্রিত করার কথা ভাবছে টাটা। আগামী এক বছরের মধ্যে এই একত্রিত করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
টাটা গোষ্ঠী এই বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মালিকানা নিজেদের দখলে আনে। চলতি বছরের জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার ফের নিজেদের ঘরে ফেরার পর থেকেই টাটা গ্রুপ লোকসানে থাকা এয়ারলাইনটিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি ব্যাপক রূপান্তর পরিকল্পনার কথা জানায়। আগামী পনেরো মাসের মধ্যে পাঁচটি ওয়াইড-বডি বোয়িং এবং ২৫টি এয়ারবাস ন্যারো-বডি বিমান এই এয়ারলাইনের সঙ্গে অন্তর্ভুক্ত করবে তারা। বিমানের পাশাপাশি বোতলজাত জলেও যে তারা সমান আগ্রহী বিসলেরি কিনে তা দেখিয়ে দিতে চলেছে টাটা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম