।। প্রথম কলকাতা ।।
Terrorists Killed In Balakot : নতুন বছরের প্রথম দিন রাজৌরির আপার ডাংরি গ্রামে সংখ্যালঘুদের চিহ্নিত করে হামলা চালিয়েছিল জঙ্গিরা ( Terrorist) । এবার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভারতীয় সেনার গুলিতে খতম দুই জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস ( White Knight Corps) পাক সীমান্তবর্তী বালাকোট ( Balakot) এলাকায় অভিযান চালায় । আর সেখানেই জঙ্গিদের মুখোমুখি হয় তাঁরা । অবশেষে ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয় ওই দুই জঙ্গির। যা সেনার তরফ থেকে ট্যুইট করে নিশ্চিত করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যা নাগাদ বালাকোট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই দুই দুষ্কৃতী। তখনই সেনা কর্মীদের নজর পরে তাদের ওপরে। বিষয়টি বুঝতে পেরে ওই দুই জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সেনা কর্মীদেরকে লক্ষ্য করে। পাল্টা গুলি ছোড়েন সেনা কর্মীরাও। এক দফা গোলাগুলির পর নিহত হয় ওই দুই জঙ্গি । সেনার প্রাথমিক অনুমান , সীমানা ( Border) পেরিয়ে এপারে জেহাদি কার্যকলাপে সাহায্য করার জন্যই অনুপ্রবেশের চেষ্টা করছিল তাঁরা। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি।
বর্তমানে গোটা এলাকাকে ঘিরে রাখা হয়েছে। এমনটাই খবর পাওয়া গিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। উল্লেখ্য, গত রবিবার ১ জানুয়ারি কাশ্মীরের শ্রীনগর এবং রাজৌরিতে জঙ্গি বাহিনীরা জোড়া হামলা চালায় । প্রথমে শ্রীনগরে হামলা হয় এবং তারপর রাজৌরির ডাংরি গ্রামেও হামলা চলে । তাতে মৃত্যুর সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে সাত। ওই ঘটনাতে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তারক্ষীদের গাফিলতির অভিযোগ তুলেছিলেন। যদিও পরবর্তীতে কাশ্মীরে বাড়তি আধাসেনা পাঠানো হয় কেন্দ্রের তরফ থেকে। প্রায় ১৮০০ সেনা নিয়োগ করা হয় জম্বু-কাশ্মীরের নিরাপত্তার খাতিরে । তারপরেই ভারতীয় সেনার হাতে মৃত্যু দুই জঙ্গির।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম