।। প্রথম কলকাতা ।।
10 Digit Number Ban: অফিসের ব্যস্ত কাজের মাঝে কিংবা নিশ্চিন্তে ভাত ঘুমের সময় হঠাৎ করে নানান ফোন এসে বিরক্ত করে। হয়ত কোন গুরুত্বপূর্ণ ফোন ভেবে রিসিভ করলেন, তারপর অপর প্রান্ত থেকে এমন কিছু কথা বলা হল যা আপনার কোন কাজে লাগবে না। সেই সময় বিরক্ত লাগাটা স্বাভাবিক। আপনি যদি এই ধরনের একের পর এক কল বা মেসেজে বিরক্ত হয়ে থাকেন তাহলে সেই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন। টেলি মার্কেটিংয়ের কলে আর হয়রানি হতে হবে না। সম্প্রতি গ্রাহকদের সমস্যা কমাতে টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ টিআরএআই (TRAI) একটি নতুন ঘোষণা করেছে। এর ফলে টেলি মার্কেটিং সংস্থাগুলির ফোন থেকে আপনি মুক্তি পেতে পারেন।
নানান অফার নিয়ে মাঝেমধ্যেই ফোন আসে। যার কারণে বেজায় বিরক্ত হন গ্রাহকরা। টেলি মার্কেটিংয়ের ফোন বা মেসেজ আসলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে টিআরএআই (TRAI)। মাঝে মাঝে গাড়ি বিক্রি, বাড়ি বা প্রপার্টি কেনাবেচা থেকে শুরু করে নানান অফার নিয়ে টেলি মার্কেটিংয়ের ফোন থাকে। এই কাজে আর আন রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। টিআরএআই স্পষ্ট করে জানিয়েছে, প্রচারমূলক উদ্দেশ্যে টেলিকম সংস্থাগুলিতে পাঠানো আন রেজিস্টার ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করলে তা বন্ধ করা হবে। এই প্রচারমূলক কাজগুলির ক্ষেত্রে একটি বিশেষ নম্বর থাকবে, যাতে গ্রাহকরা খুব সহজেই সাধারণ কল আর প্রচারমূলক কলের পার্থক্য বুঝতে পারে। অনেক সময় দেখা গিয়েছে ১০ সংখ্যার নম্বরের মাধ্যমে নানান প্রমোশন মেসেজ বা ফোন যায়। কিন্তু এটি নিয়ম বিরুদ্ধ।
আপনি যদি ১০ সংখ্যার মোবাইল নম্বর কোন প্রমোশন মেসেজ বা কল করার জন্য ব্যবহার করে থাকেন তাহলে এই কাজ আর করবেন না। এটি দ্রুত বন্ধ করুন। যদি এমন করে থাকেন তাহলে ওই ১০ সংখ্যার মোবাইল নম্বরটি ব্লক করে দেওয়া হবে, তাও মাত্র ৩০ দিনের মধ্যে। প্রমোশন কল কিংবা মেসেজ করার ক্ষেত্রে ব্যক্তিগত মোবাইল নম্বরের পরিবর্তে ব্যবহার করুন কোম্পানির রেজিস্টার্ড নাম্বার। দেশে ফাইভজি নেটওয়ার্ক চালু হলেও এখনো পর্যন্ত বিজ্ঞাপনমূলক কল আর মেসেজ আপনাকে বিরক্ত করে। তাই আগামী দিনে নিয়ম বদলাতে চলেছে। প্রচারমূলক উদ্দেশ্যের ক্ষেত্রে আর আন রেজিস্টার্ড ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না। প্রচারমূলক কলের জন্য এবার কোম্পানির বিশেষ নম্বর থাকবে। যা দেখি আপনি সহজেই বুঝতে পারবেন সেটি সাধারণ কল নয়, আর আপনাকে অস্বস্তির মুখে পড়তে হবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম