।। প্রথম কলকাতা ।।
অনেক নাটকীয়তার পর গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়ে এনে বড় চমক দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু হার্দিকের আগমনে মুম্বাইয়ের সুখের সংসারে অশান্তির কালো মেঘ। এমনিতেই হার্দিক দলে ফেরায় রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরইমধ্যে আবার বেসুরো গাইতে শুরু করেছেন জাসপ্রীত বুমরাহ। তবে কী মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ভাঙতে চলেছেন ভারতের তারকা পেসার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
ইনস্টাগ্রাম ও এক্স প্ল্যাটফর্ম থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছেন জাসপ্রীত বুমরাহ। ভারতীয় পেসারের এহেন কাণ্ডে জন্ম নিয়েছে অনেক জল্পনার। তবে কি হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন ভালো ভাবে নেননি বুমরাহ? শুধু আনফলো করাই নয় এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন ভারতের তারকা পেসার। একটি পোস্টে বুমরাহ লেখেন, নীরবতা অনেক কথা বলে যায়। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, কখনও কখনও বিশ্বস্ত হওয়ার থেকে, অনুগত হওয়ার থেকে লোভী হওয়া ভালো। বুমরাহ-র এই স্টোরি ভাইরাল হতে সময় লাগেনি। নাম উল্লেখ না করলেও অনেকেই মনে করছেন হার্দিককে উদ্দেশ্য করেই এই পোস্ট বুমরাহ-র।
মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিককে ফিরিয়ে আনার পিছনে যে অলরাউন্ডারের প্রয়োজন একমাত্র কারণ নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের জামানায় প্রয়োজন কমেছে অলরাউন্ডারদের। আসলে রোহিতের পর হার্দিকের কাঁধেই যে নেতৃত্বভার উঠছে তা বুঝতে ক্রিকেট বিশারদ হওয়ার প্রয়োজন নেই। এতদিন রোহিতের সুখের সংসারে হার্দিকের মতোই বুমরাহ ছিলেন অন্যতম সদস্য। ২০১৩ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত জাসপ্রীত বুমরাহ। চোটের জন্য গতবার খেলতে পারেননি। কিন্তু চোট সারিয়ে ফিরতেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তারকা পেসার। এশিয়া কাপ ও বিশ্বকাপে যার প্রমাণ দিয়েছেন তিনি। বিশ্বকাপে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন বুমরাহ।
রোহিত পরবর্তী জমানায় মুম্বইকে নেতৃত্ব দেওয়ার সব থেকে যোগ্য ব্যক্তি ছিলেন জাসপ্রীত বুমরাহ। হার্দিক উড়ে এসে জুড়ে বসায় বুমরাহ-র গোঁসা হওয়াই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় বুমরাহ-র রহস্যজনক পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। নতুন আইপিএল মরশুমের আগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম