।। প্রথম কলকাতা ।।
SUV Under 10 Lakh : বর্তমান বাজারে কম্প্যাক্ট সাইজের SUV এর এখন বিশাল চাহিদা। যা দেখে ক্রমানুসারে কম্প্যাক্ট ডিজাইনের গাড়ি লঞ্চ করে চলেছে দেশি-বিদেশী সংস্থাগুলি। কিন্তু এ ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখার সেটি হল খরচ। অনেক সময় দেখা যায়, গাড়ি পছন্দ হলেও বাড়তি বাজেটের কারণে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে মানুষজন। তাই এই প্রতিবেদনে ৩ টি সেরা কম বাজেটে বা ১০ লাখের নিচে কম্প্যাক্ট SUV এর কথা আপনাদের জানাবো।
Maruti Brezza
ভারতের সবচেয়ে বড় চার চাকা প্রস্তুতকারক Maruti Suzuki সম্প্রতি লঞ্চ করেছে কম্প্যাক্ট SUV Maruti Brezza। মোট চারটি ভ্যারিয়েন্টে এই গাড়ি লঞ্চ করা হয়েছে। দাম শুরু ৭.৯৯ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১৩.৯৬ লক্ষ টাকা পর্যন্ত। এই SUV -তে মিলবে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন যা ১০৩ পিএস এবং সর্বাধিক ১৩৭ এনএম টর্ক জেনারেট করে। এর সাথে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প। সংস্থার দাবি অনুযায়ী, প্রতি লিটার ১৯ থেকে ২০ কিলোমিটার মাইলেজ দেয় গাড়িটি।
আরও পড়ুন : Alto K10 গাড়ির সিএনজি ভার্সন লঞ্চ করল মারুতি, এক ঝটকায় মাইলেজ ৩৪ কিমি, দাম কত?
Hyundai Venue
কম্প্যাক্ট SUV এর ক্ষেত্রে যতগুলি বিকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় Hyundai Venue। সম্প্রতি এই গাড়িটির বেশ কিছু আপডেট সহ নতুন ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে Hyundai। মোট ৫ টি ভ্যারিয়েন্টে উপস্থিত গাড়িটি। এতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ১১৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সাথে মিলবে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এই গাড়িটির বেস মডেলের দাম শুরু ৭.৫৩ লক্ষ টাকা থেকে। আর টপ ভ্যারিয়েন্টের দাম ১২.৭২ লক্ষ টাকা।
Tata Nexon
সাম্প্রতিক সময়ে Tata Motors এর যে কটি গাড়ি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি Tata Nexon। এটির একটি ইলেকট্রিক ভার্সনও উপলব্ধ। তবে জ্বালানির ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে দুটি বিকল্প পাওয়া যাবে – প্রথম ১.২ লিটার
টার্বো পেট্রোল ইঞ্জিন এবং দ্বিতীয় ১.৫ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। এর সাথে পাওয়া যাবে ৬ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প। ভারতে Tata Nexon এর প্রারম্ভিক মূল্য ৭.৭০ লক্ষ টাকা যা টপ ভ্যারিয়েন্ট অনুযায়ী ১৪.১৮ লক্ষ টাকা অবধি রয়েছে।