।। প্রথম কলকাতা ।।
Bengali Serial TRP: পরীক্ষা শেষে ছেলেমেয়েদের যেমন রেজাল্ট বের হয়, তেমনই প্রতি সপ্তাহে ধারাবাহিকের জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে একটা ফলাফল বের হয়। সারা সপ্তাহ পরীক্ষার পর বৃহস্পতিবার মার্কশিট বের হয় ধারাবাহিকের। সেদিক থেকে চলতি সপ্তাহের ২৪ নভেম্বর টিআরপি লিস্ট অনুযায়ী জনপ্রিয়তা নিরিখে কে এগিয়ে? কারইবা হল পরাজয়? ‘সিতারা বাংলা’ বলছে, এবারে যুগ্মভাবে প্রথম স্থান দখল করে রয়েছে ‘জগদ্ধাত্রী’ আর ‘অনুরাগের ছোঁয়া’। আগের সপ্তাহে একাই সেরার মুকুট পড়েছিল ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। কমেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের রেটিং।
চলতি সপ্তাহে ৮.২ প্রাপ্ত নম্বর নিয়ে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ও জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এদিকে সবেমাত্র ধারাবাহিকের তালিকায় জুড়েছে ‘নিম ফুলের মধু’। আর এসেই দ্বিতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিক। নতুন এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৬। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তৃতীয় স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। যার প্রাপ্ত নম্বর ৭.৩।
এক নজরে সেরা দশ ধারাবাহিকের নাম-
১. জগদ্ধাত্রী/ অনুরাগের ছোঁয়া (৮.২)
২. নিম ফুলের মধু (৭.৬)
৩. আলতা ফড়িং (৭.৩)
৪. ধুলোকণা (৭.০)
৫. এক্কা দোক্কা/ গৌরী এলো (৬.৯)
৬. সাহেবের চিঠি/ গাঁটছড়া/ খেলনা বাড়ি (৬.৮)
৭. মাধবীলতা/ মিঠাই (৬.৬)
৮. লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
৯. নবাব নন্দিনী (৬.০)
১০. হরগৌরী পাইস হোটেল (৫.৪)
সম্প্রতি স্লট চেঞ্জ হয়েছে মিঠাইয়ের। ‘পিলু’র জায়গায় দেখা যাচ্ছে এই ধারাবাহিককে। তবে এতে ধারাবাহিকেরই লাভ হচ্ছে। টিআরপি বেশ খানিকটা বেড়েছে সিরিয়ালের। এদিকে ‘গাঁটছড়া’, ‘ধূলোকণা’, ‘গৌরী এলো’ এতদিন TRP তালিকায় দাপিয়ে বেরিয়েছিল। সেখানে এই সপ্তাহে সেই দাপট অনেকটাই কমে গিয়েছে। দীপার মা হওয়ার ট্র্যাক ও সূর্যর থেকে তাঁর আলাদা হওয়ার কাহিনী দর্শকদের মনে ধরেছে। তাই জগদ্ধাত্রীর সঙ্গে পাল্লা দিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে তালিকা থেকে বাদ পড়তে পড়তে বেঁচেছে ‘হরগৌরী পাইস হোটেল’। সেইসঙ্গে ‘নবাব নন্দিনী’র অবস্থাও খুব একটা ভালো না। এদিকে সবেমাত্র চালু হওয়া ধারাবাহিক দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। সব মিলিয়ে এই হল চলতি সপ্তাহের ধারাবাহিকের জনপ্রিয়তার মাপকাঠি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম