।। প্রথম কলকাতা ।।
বুধবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে তাঁর দল। আর কয়েকদিন পরেই এই সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। এর আগে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ কোচের পদ থেকে ইস্তফা দেন। সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা করে তিনি বলেছেন “আজকে একটি পৃষ্ঠা উল্টেছে”। “আপনাদের অতুলনীয় সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। ২০০৮ সাল থেকে ভাগ করা এই সুখের জন্য আপনাদের ধন্যবাদ। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তরাধিকার প্রস্তুত। আমি আপনাদের মিস করব।”
বেলজিয়াম দল টুইট করে জানিয়েছে, “অল দ্য বেস্ট, অধিনায়ক।” এডেন হ্যাজার্ড বেলজিয়াম দলে আক্রমণাত্মক মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে খেলেন। ২০০৮ সালে কিশোর বয়সে বেলজিয়াম দলে অভিষেক হয় হ্যাজার্ডের। দেশের জার্সিতে ১২৬টি ম্যাচে ৩৩ গোল করেছেন এই তারকা ফুটবলার। তিনি ছিলেন বেলজিয়ামের বহুল প্রত্যাশিত “সোনালী প্রজন্ম”-এর মান-বাহক। যার ফলস্বরূপ রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল বেলজিয়াম। বেলজিয়াম এখনও ফিফা ক্রমতালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।
এই ফরোয়ার্ড ২০১২ সালে ফ্রেঞ্চ ক্লাব লিল থেকে চেলসিতে চলে আসেন এবং দুইবার ট্রফি জিতে প্রিমিয়ার লিগের অন্যতম তারকা হয়ে ওঠেন। এবং ২০১৯ সালে একটি বড়-অর্থের বিনিময়ে রিয়াল মাদ্রিদে আসেন হ্যাজার্ড। কিন্তু, ইনজুরির কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে যে ফর্ম দেখিয়েছিলেন তার পুনরাবৃত্তি করতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুইন এবং থিবা কোর্তোয়া সহ দেশের অন্যান্য তারকারা সম্ভবত তাদের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেছেন।