।। প্রথম কলকাতা ।।
DoubleXL: আজকালকার দিনে সাধারণ মানুষ থেকে খ্যাতনামা সবাই ‘বডি শেমিং’য়ের শিকার হন। বর্তমান জামানায় মানুষের শারীরিক গঠন তাঁর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেকেই মোটা হওয়াকে লজ্জার মনে করে থাকেন। কিন্তু সেটা কখনোই কারোর পরিচিতি গড়ার পথে বাধা তৈরি করতে পারে না। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরলের একজন মন্ত্রী সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন, মোটা হওয়া কখনোই লজ্জা হতে পারে না। ফেসবুক পোস্টে নিজের উদাহরণ দিয়েছেন তিনি। মালয়ালম ভাষায় শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি ‘বডি শেমিং’ নিয়ে লিখেছেন, কয়েকদিন আগে যখন তিনি কিছু ছাত্রের সঙ্গে তোলা সেলফি শেয়ার করেন তখন একজন ব্যক্তি মন্তব্য করেন যে, ‘আপনার পেট কিছুটা কমানো উচিত’। মন্তব্যের জবাবে মন্ত্রী ‘বডি শেমিং’কে জঘন্যতম বলেন। এমনকি এই বিষয়ে নজর দিতে তৈরি হয়েছে ছবি।
মন্ত্রীর কথায়, ‘বডি শেমিং সবচেয়ে খারাপ, ব্যাখ্যা যাই হোক না কেন। এটা আমাদের সমাজে অনেক স্তরে ঘটেছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা বডি শেমিংয়ের শিকার হয়েছেন। এমনকি মানসিকভাবেও ভুগেছেন। আমাদের বডি শেমিং বন্ধ করতে হবে, আসুন আধুনিক মানুষ হই’। শিভানকুট্টি জানিয়েছেন যে, এই ঘটনাটি তাঁকে ‘বডি শেমিং’ সম্পর্কে ভাবতে বাধ্য করেছে। তাঁর বক্তব্য, ‘রাজ্য সরকার ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করবে এই নিয়ে এবং এটিকে স্কুল পাঠ্যক্রমের অংশ করার কথা ভাববে’। এদিকে মন্ত্রীর মন্তব্য আর অন্যদিকে একটি বলিউড ফিল্ম ‘ডবল এক্সেল’ ভারতে ফ্যাট শেমিংয়ের উপর আলোকপাত করেছে।
প্রায়ই লোকেরা তাঁদের শারীরিক চেহারার জন্য নিয়মিতভাবে অপমানিত হয়। ছবিটিতে জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা অভিনয় করেছেন। যাঁরা অতীতে ‘বডিং শেমিং’-এর জন্য নানা ধরনের কথা শুনেছেন নেটিজেনদের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোলড হয়েছেন সোনাক্ষী। অভিনয়ের প্রথম দিনগুলিতে হুমা কুরেশিকেও নানা মন্তব্য শুনতে হয়েছে। পরিচালক সতরাম রমানি বিবিসিকে জানিয়েছেন, তাঁর ছবিটি ২ প্লাস সাইজের মহিলাকে নিয়ে। যাঁরা তাঁদের স্বপ্নের পথে ওজনকে একটি বাধা বলে মনে করে এবং কীভাবে সেগুলিকে কাটিয়ে ওঠে সেই সম্পর্কে।
পরিচালকের কথায়, ‘আমি দেখছি উচ্চবিলাসী ব্যক্তিদের অসামান্য প্রতিভা তাঁদের ওজনের কারণে হেয় করা হয়। এটা মোটেও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। বেশিরভাগ সফল অভিনেত্রী লম্বা, স্লিম, ফর্সা। এমনকি কয়েক বছর আগে করিনা কাপুরও ‘সাইজ জিরো’ ছিলেন। মিস্টার রমানির কথায়, মানুষ যদি নিজেকে স্লিম রাখতে চান একটি নির্দিষ্ট উপায়ে সেটা আলাদা। কিন্তু সেই ধারণা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তাঁর চলচ্চিত্রের মাধ্যমে তিনি লোকেদের বলতে চেয়েছেন যে, স্বীকার করুন আপনি সুন্দর। আপনার আকৃতি বা ত্বকের রং যাই হোক না কেন এবং বার্তা দিতে চেয়েছেন যে সফল হওয়ার জন্য আপনাকে কোনও ফ্রেমে ফিট হতে হবে না’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম