।। প্রথম কলকাতা ।।
Cheated in love: যুগটাই নাকি এখন এমন। নকল প্রেম এখানে দুষ্প্রাপ্য নয়। সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া কষ্ট। প্রেমে প্রতারিত হওয়ার পর মন ভেঙে গেলে কয়েকটা কমন প্রশ্ন সকলের মাথায় ঘুরপাক খায়। প্রেমে প্রচারিত হলে তাকে অনেক কষ্ট আঘাতের মধ্যে দিয়ে যেতেও হয়। যেমন ধরুন আমি তাকে ছাড়া কি করে বাঁচবো। তার সাথে আর কথা হবে না? দেখা হবে না জীবনটা কি করে কাটাবো? আমি তো তাকে ছাড়া কিছুই বুঝতাম না ও পারলেও আমাকে ঠকাতে? আমি কি দোষ করেছিলাম? এ ধরনের প্রশ্ন ঘিরে ফেলে আমাদের? কি তাইতো এমন কঠিন অবস্থায় কিভাবে সামলাবেন নিজেকে।
প্রেম সবার জীবনে আসে। কিন্তু সবার জীবনে প্রেম স্থায়ী হয় না। প্রেমে প্রতারিত হওয়ার পর ভীষণ হয়তো মনে হয় মনটাই তো ভেঙে গেছে আর কি হবে? জীবনের সবকিছু অর্থহীন লাগছে। কেন এমন হলো? এমন পরিস্থিতিতে যে কেউ পড়তে পারেন যে কোনো সময়। আমরা বলব জীবনে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজেকে মানিয়ে নেওয়া উচিত। মনটাকে শক্ত করে এগিয়ে চলা উচিত। আজ দেখেন নিন বাই চান্স আপনি প্রেমে প্রতারিত হলে কোন কোন কাজ করবেন। যে সম্পর্কে প্রতারণার শিকার হয়েছেন ভুলেও সেই সম্পর্কের দিকে পিছনে ফিরে তাকাবেন না।অনেকেই সম্পর্কে প্রতারণার শিকার হলে নিজেকে দোষ দেয়। কেন জানেন?
প্রতারকের প্রতি মানসিক দুর্বলতার কারণে নিজেকে দোষারোপ করতে থাকেন প্রতিনিয়ত। অন্যের প্রতারণার দোষের ভাগীদার বানাবেন না নিজেকে। সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার শিকার হলে নিজেকে প্রচুর সময় দিন। নিজেকে মাঝে মাঝে ট্রিট দিন। নিজের পছন্দের খাবার গুলি খান। নিজের মতো কেনাকাটা করুন। নিজের ত্বক ও চুলের যত্ন নিন। আত্মীয়-স্বজন বন্ধুদের সঙ্গে সময় কাটান।
চরম সত্যি মেনে নেওয়া কঠিন। পরিস্থিতি থেকে পালিয়ে গিয়ে নয় মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। একজন ছেড়ে চলে গিয়েছে বলে আপনার জীবন শেষ হয়ে যায়নি। নেশাগ্রস্ত হয়ে নিজের হাতে নিজের জীবন শেষ করবেন না। এর ফলে অসুস্থ হবেন নানান রোগ ঘিরে ধরবে। আর প্রতারণার শিকার হয়েছেন মানেই সঙ্গে সঙ্গে অন্য একটা সম্পর্কে জড়াতে হবে এমন কোন কথা নেই এটা করা কিন্তু বড় ভুল তাড়াহুড়ো করে কোনো সম্পর্ক হয় না মাথায় রাখবেন। চরম সত্যিই মেনে নেওয়া কঠিন। পরিস্থিতি থেকে পালিয়ে গিয়ে নয় মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আবার মনে রাখবেন সময় কিন্তু সব ক্ষতকে সারিয়ে তোলে। তাই নিজেকে ছেড়ে দিন সময়ের হাতে।
ক্ষমা এই দুই অক্ষরের মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের সার। প্রতিশোধ না নিয়ে বা সঙ্গীর স্মৃতিচারণ না করে ক্ষমা করে দিন। এতে মনের কষ্ট অনেকটা লাঘব হবে । নিজের প্রেমিক প্রেমিকার দেওয়া কোনো উপহার দেখে তার স্মৃতি জেগে উঠলে সেসব ফেলে দিন।
আর সর্বশেষে মনে রাখবেন যে কষ্ট দিয়ে চলে গেছে সে আপনার চোখের জল মোছাতে আসবে না।আপনি হাসছেন না কাঁদছেন কিছুই যায় আসে না তার। তাই পারলে মনে মনে প্রতিজ্ঞা করুন যে চলে গেছে সে হয়তো আপনার ভালোবাসার যোগ্য ছিল না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম