।। প্রথম কলকাতা ।।
Bollywood: সেলিব্রিটি হলেও ভগবানের উপর অগাধ আস্থা, আম জনতার মতই মন্দিরে গিয়ে পুজো দেন এই বলিউড তারকারা। কেউ কেউ তো ভুলেছেন ধর্মের ছুৎমার্গও।ছবি হিট করাতে ছুটেছেন মন্দিরে মন্দিরে! জানেন কোন কোন তারকার নাম রয়েছে এই তালিকায়? কোন দেবতার উপর ভরসা রাখেন তারা?
গণেশ পুজো থেকে শুরু করে দূর্গাপুজো, কমবেশি সমস্ত উৎসবেই দেখা যায় বলিউড তারকাদের উজ্জ্বল উপস্থিতি। কেউ কেউ নিছক উৎসব পালনের জন্য এইসব পুজোতে অংশগ্রহণ করলেও বেশকিছুজন তো এমনও রয়েছেন যারা মনেপ্রাণে ভগবানে আস্থা রাখেন। আমি, আপনি বা আর পাঁচটা সাধারণ মানুষের মত তারাও বিপদে আপদে ভগবানের দরবারে ছোটেন।
অবিশ্বাস্য লাগছে? ভাবছেন, পার্টি প্রোগ্রাম ছেড়ে বলিউড তারকারা নাকি ছোটেন মন্দিরে? হ্যাঁ, এটা সত্যি। এমন বহু তারকা রয়েছেন যারা মনেপ্রাণে বিশ্বাস রাখেন ভগবানের উপর। আন্দাজ করতে পারছেন কি কোন কোন তারকার কথা বলছি আমরা?
আসলে আমাদের মধ্যে অনেকেরই মনে ধারণা আছে যে, বলিউড মানেই সেখানে কেবল পার্টি, ইভেন্ট, অনুষ্ঠান আর গ্ল্যামারের ছড়াছড়ি। আধ্যাত্মিকতার কোনও জায়গাই হয়ত নেই সেখানে। কিন্তু বিষয়টা পুরোপুরি ঠিক নয়। অনেকেই হয়ত জানেন না যে, কিছু তারকা তো গোপনে মন্দির যান। পাছে কেউ দেখে না ফেলে, তার জন্যই চুপিচুপি পুজো দিয়ে আসেন। আমার, আপনার মতই নৈবেদ্যর থালা সাজিয়ে তুলে ধরেন মায়ের সামনে।
আপনার মতই সংসারের সুখ শান্তি, সন্তানদের সমৃদ্ধি চেয়ে ঈশ্বরের আরাধনা করেন তারাও। জেনে অবাক হবেন যে, এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনুষ্কা শর্মার মত তাবড় তাবড় তারকাদের নাম। এমনকি সাফল্য কামনা করে বলিউড বাদশা শাহরুখ খান অবধি ছুটে যান মন্দিরে। কিং খানও বিশ্বাস করেন যে, মন্দিরে পুজো দিলেই নাকি ছবি হিট হয়। আর তাই তো ডাঙ্কি মুক্তি পাওয়ার আগেও বৈষ্ণোদেবীর মন্দিরে গেছিলেন তিনি। জানেন আর কে কে রয়েছে এই তালিকায়? কোন তারকা কোন দেবতায় আস্থা রাখেন জানেন? জানাব সবটাই।
সবার আগে যার নামটা আসবে তিনি হলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের নাম। গণেশ চতুর্থী থেকে শুরু করে দূর্গাপুজো, নবরাত্রি, কমবেশি সমস্ত পুজোই নিষ্ঠাভরে করে থাকেন তিনি। কন্ট্রোভার্সি কুইন কঙ্গনাও ভোলেনাথের খুব বড় ভক্ত। প্রায়শই, ভোলেবাবার দর্শনে বেরিয়ে পড়েন নায়িকা। নিয়ম করে মহাদেবের পুজো দেন বলেই শোনা যায়। বলিউডের খিলাড়িও রয়েছেন এই তালিকায়। শোনা যায়, মহাদেবের উপর ভীষণ আস্থা রাখেন তিনি। অক্ষয়ের কথায়, আমরা সকলেই শিবের দাস। ভগবান শিব আমাদের প্রত্যেকের ওপর নিজের কৃপা বজায় রাখেন।
সইফ কন্যা সারা আলি খানের নামও রয়েছে এই তালিকায়। তাকে তো প্রায়শই মন্দিরে যেতে দেখা যায়। সাধারণ মানুষের মত করেই কেদারনাথও দর্শন করে এসেছেন তিনি।এতজনের কথা হল অথচ সলমন খানের কথাই তো বলা হলনা। যদিও তিনি হিন্দু নন তবুও নিয়ম করে গণেশ পুজো করে থাকেন তিনি। শোনা যায় সলমন গনপতি বাপ্পার খুব বড় ভক্ত। আচ্ছা আপনিও কি সলমনের মত সিদ্ধিদাতা গণেশে আস্থা রাখেন? জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম