।। প্রথম কলকাতা ।।
Gita: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। থাকছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত জন। ব্রিগেডে সেদিনের মূল অনুষ্ঠান গীতাপাঠ। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে থেকে পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়ে কিছু বলতে পারেন। মূল আশীর্বাণী দেবেন দ্বারকা মঠের শংকরাচার্য।
সূত্রের খবর, সেই মঞ্চে জায়গা পাচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! সরকারি কোনো অনুষ্ঠান না হলে মূলত মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের সভাপতি, মুখ্যমন্ত্রী বা দলের পরিষদীয় নেতার। রাজ্যে কোনো অনুষ্ঠানে রাজ্য সভাপতি বা বিরোধী দলনেতাকেই মূলত দেখা যায়। কিন্তু অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে আয়োজিত গীতাপাঠের আসরে সে ছবি হয়ত এবার দেখা যাবে না। কারণ সাধারণ ভক্তজনের মাঝে তাদের দেখা যেতে চলেছে এমনটাই খবর মিলছে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে।
উল্লেখ্য, তবে এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান না হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, আরএসএস এবং বিভিন্ন রাজ্যের সাধু সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন। জানা যাচ্ছে, গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন মঠ এবং মন্দিরের মিলিত মঞ্চ। এককথায় বলা যায়, লোকসভা নির্বাচনের আগে এই গীতাপাঠের আসর বেশ জমজমাট হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম