।। প্রথম কলকাতা ।।
পুজোর আগেই রোমান্টিক অসাধারণ গান নিয়ে হাজির জি মিউজিক বাংলা। ঠিক পুজো পুজো গন্ধ, আর তার মাঝে মন দেয়া নেয়ার পালা। যা যুগ যুগ ধরে মিশে আছে বাঙালির আবেগে। পুজো আসছে অথচ প্রেম হবে না কিংবা একটু নস্টালজিয়ার ছোঁয়া থাকবে না, এমনটা আবার হয় নাকি? বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আমেজে মিষ্টি প্রেমের গল্প দেখতে চান নাকি? তাহলে জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখুন ‘হ্যাবলা গোবলা মন’ মিউজিক ভিডিওটি। গেয়েছেন তমোজিৎ বোস। তমোজিৎ বাংলা সারেগামাপা ২০২০-২১ এর প্রতিযোগী ছিলেন। গানটা নিজেই লিখেছেন এবং সুর দিয়েছেন। মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে ১লা সেপ্টেম্বর।
গানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত জগতের বহু বিখ্যাত শিল্পীরা। মিউজিশিয়ান হিসেবে রয়েছেন সানি কর্মকার। গানের দৃশ্যায়নে রয়েছেন প্রশান্ত সূত্রধর, মোনালিসা ঘোষ, প্রেম রায় এবং তপোজিৎ বোস। ভিডিওটির সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন সুমনজিৎ রায়।
গানের শুরুটাই হয় খেলার ক্রিকেট মাঠ দিয়ে। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার মন কিন্তু হ্যাবলা গোবলা হয়ে যায়। মন প্রাণ জুড়ে থাকে ভালোলাগার মানুষটা। তার কথাবার্তা থেকে শুরু করে তার ব্যবহার, সবই মনে হয় রূপকথার মতো। মনের মানুষ যদি দিনের ২৪ ঘন্টাই পাশে বসে থাকত তাহলে মন্দ হত না। ২৪ ঘন্টা বয়ে যেত ২৪ সেকেন্ডের মধ্যে। ‘হ্যাবলা গোবলা মন’ গানটির প্রথমটা এক তরফা ভালোবাসা দিয়ে শুরু হলেও পরিণতিটা মন ভালো করার মতো। ভালোবাসার সম্পর্ক পরিণতি পায় দূরত্ব আর বিরহে। তার কিছুটা ইঙ্গিত রয়েছে এই গানে। দূরে গিয়েও কাছে আসা যায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম